খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও আওয়ামী লীগের শাস্তির দাবি ইবি বৈছাআ'র

ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:০১, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সেই সাথে তার মৃত্যুতে আওয়ামী লীগ দায়ী বলে দাবি করেছে সংগঠনটি।

সাবেক প্রধানমন্ত্রী ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক ও বিনম্র শ্রদ্ধা জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা। সেই সাথে তার মৃত্যুতে আওয়ামী লীগ দায়ী বলে দাবি করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইবি শাখার আহ্বায়ক এসএ্ম সুইট ও সদস্য সচিব ইয়াশিরুল কবির সৌরভের স্বাক্ষরিত বিবৃতিতে এ শোকবার্তা জানানো হয়।

শোক বিবৃতিতে সংগঠনটি জানায়, বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক দৃঢ় প্রতীক। স্বৈরাচারবিরোধী সংগ্রাম, গণতন্ত্র প্রতিষ্ঠা এবং মানুষের মৌলিক অধিকার রক্ষায় তাঁর অবিচল অবস্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক অনন্য অধ্যায় হয়ে থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি নির্যাতন, কারাবরণ ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েও কখনো আপস করেননি। তাঁর এই সাহসিকতা ও দৃঢ়তা বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।

সংগঠনটি উল্লেখ করে, বৈষম্য, অন্যায় ও দমন-পীড়নের বিরুদ্ধে যে সংগ্রাম আজও চলমান, সেই লড়াইয়ে বেগম খালেদা জিয়ার জীবন ও আদর্শ আমাদের নৈতিক শক্তি জোগাবে। তাঁর ইন্তেকালে জাতি একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ককে হারাল, যা নিঃসন্দেহে অপূরণীয় ক্ষতি।

শোক বিবৃতিতে মরহুমার রুহের মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবার, সহযোদ্ধা ও দেশবাসীর প্রতি গভীর সমবেদনা জানানো হয়। পাশাপাশি মহান আল্লাহ তায়ালার দরবারে তাঁর জান্নাতুল ফেরদৌস নসিব এবং দেশবাসীকে এই শোক বহনের শক্তি দানের প্রার্থনা করা হয়।

বিবৃতির শেষাংশে সংগঠনটি দৃঢ়ভাবে দাবি করে, বেগম খালেদা জিয়ার মৃত্যু স্বাভাবিক নয়। বরং এটি রাজনৈতিকভাবে পরিকল্পিত নিপীড়নের ফল। এর দায় সরাসরি আওয়ামী লীগ ও তৎকালীন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ওপর বর্তায় বলে উল্লেখ করা হয়। ঘটনাটিকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে আওয়ামী লীগসহ সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করার জোর দাবি জানানো হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়