দাফনের জন্য খালেদা জিয়ার মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:০৬, বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এরপর দাফনের জন্য তার মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে। সেখানে স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া।

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। এরপর দাফনের জন্য তার মরদেহ নেওয়া হচ্ছে জিয়া উদ্যানে। সেখানে স্বামীর কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হবেন বেগম জিয়া।

বুধবার বেলা তিনটায় রাষ্ট্রীয় মর্যাদায় খালেদা জিয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে। সংসদ ভবনের মাঠ ও সংলগ্ন মানিক মিয়া এভিনিউসহ পুরো এলাকা জুড়ে জানাজা নামাজ অনুষ্ঠিত হয়।

জানাজায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ দেশ-বিদেশের অসংখ্য মানুষ অংশ নিয়েছেন।

দাফনের উদ্দেশ্যে খালেদা জিয়ার মরদেহ জিয়া উদ্যানে নেওয়া হচ্ছে। আজ বেলা সাড়ে তিনটা নাগাদ তাকে তার স্বামী জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করার কথা রয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়