সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বাঘা উপজেলা প্রেসক্লাবের গভীর শোক প্রকাশ

প্রেস বিজ্ঞপ্তিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৯:২৩, বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫, ১৬ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাঘা উপজেলা প্রেস ক্লাবে,র সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাঘা উপজেলা প্রেস ক্লাবে,র সাংবাদিকবৃন্দ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক যৌথ শোকবার্তায় বাঘা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে এই শোক প্রকাশ করা হয়।

শোকবার্তায় সংগঠনের সভাপতি আবুল হাশেম, সাধারণ সম্পাদক মোঃ মুজাহিদুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম ও মোঃ কামরুল ইসলাম, মোঃ তুষার ইমরান , মোঃ সাব্বির হোসেন সহ সকল সদস্য মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলন ও রাজনৈতিক ইতিহাসে তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে বেগম খালেদা জিয়ার অবদান অনস্বীকার্য। বিশেষ করে নারী শিক্ষা, নারী ক্ষমতায়ন ও সামাজিক উন্নয়নে তাঁর গৃহীত বিভিন্ন পদক্ষেপ জাতির কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যুতে দেশের রাজনৈতিক অঙ্গনে এক গভীর শোকের ছায়া নেমে এসেছে।

বাঘা উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে মরহুমার বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়  এবং আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন—এই কামনা করা হয়।

উল্লেখ্য, মঙ্গলবার(৩০ ডিসেম্বর )ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কিডনি, হৃদরোগ ও সম্প্রতি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তিনি প্রায় এক মাস যাবৎ ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়