খালেদা জিয়ার জানাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকানপাট বন্ধ রাখার ঘোষণা

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:২৯, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকান পাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনাজা সম্পন্ন না হওয়া পর্যন্ত সারাদেশে দোকান পাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সংবাদমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। গভীর শোক প্রকাশ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না-রাজেউন)। আমরা তার মৃত্যুতে বাকরুদ্ধ, শোকেস্তব্ধ।

তিনি ছিলেন আপোসহীন নেত্রী, দেশ মাতৃকার সাহসী কণ্ঠ, গণতন্ত্রের জননী। আমরা তার মৃত্যুতে যে, শোক ও বেদনা অনুভব করছি তা প্রকাশের ভাষা আমাদের জানা নাই। আমরা বাংলাদেশ দোকান মালিক সমিতির পক্ষ থেকে মহান রাব্বুল আলামিনের দরবারে তার রুহের মাগফিরাত কামনা করছি ও তার শোক সন্তপ্ত পরিবার বর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

উল্লেখ্য আগামী ৩১/১২/২০২৫ তারিখ দেশ নেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জনাজা সম্পন্ন না হওয়া হওয়া পর্যন্ত সারাদেশে দোকান পাট বন্ধ রাখার জন্য দোকান ব্যবসায়ীদেরকে বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়