নেত্রকোণা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থীসহ ৫ জনের মনোনয়ন দাখিল

সাইফুল আলম দুলাল সিনিয়র স্টাফ রিপোর্টারঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:২২, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থীসহ  মোট পাঁচ (৫) জন মনোনয়ন ফরম দাখিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ১৫৯ নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) আসনে স্বতন্ত্র প্রার্থীসহ  মোট পাঁচ (৫) জন মনোনয়ন ফরম দাখিল করেছেন রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ।

সোমবার (২৯ ডিসেম্বর) প্রার্থীদের মনোনয়ন ফরম দাখিলের শেষ দিনে তারা মনোনয়ন ফরম দাখিল করেন 
বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্রে ।

এর মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির মনোনীত প্রার্থী, নেত্রকোণা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. রফিকুল ইসলাম হিলালী মনোনয়নপত্র দাখিল করেন, নেত্রকোণা রিটার্নিং কর্মকর্তার কাছে ।

ইসলামী ফ্রন্ট বাংলাদেশের মনোনীত প্রার্থী মো. শামছুদ্দোহা, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মো. খায়রুল কবীর নিয়োগী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. জাকির হোসেন ও কেন্দুয়া উপজেলা বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন ভূঞা দুলাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন ফরম দাখিল করেন কেন্দুয়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ।

উল্লেখ্য উল্লেখিত পাঁচ (৫) জন প্রার্থীই কেন্দুয়া উপজেলার স্থায়ী বাসিন্দা ।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়