লালমনিরহাট জেলার ৩ টি আসনে মনোনয়ন সংগ্রহ ২৯ টি জমা ২৬ টি।

মুর্শিদ আলম মুরাদ লালমনিরহাট প্রতিনিধি। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:০৩, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মনোনয়নপত্র কেনা ও জমা দেওয়ার শেষ দিনে লালমনিরহাট জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এর মধ্যে ২৬ জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নির্বাচন অফিস সূত্র জানা যায়, লালমনিরহাট-১ আসনে ১১টি মনোনয়ন পত্র বিক্রির বিপরীতে জমা পড়েছে ১০টি, লালমনিরহাট-২ আসনে ১০টির বিপরীতে জমা পরেছে ৯টি এবং লালমনিরহাট-৩ আসনে ৮টির বিপরীতে জমা পড়েছে ৭টি। তিনটি আসনের কোনোটিতেই জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনয়ন জমা দেয়নি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়