ছাতকের সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন Team Chhatak এর উদ্যোগে শীত বস্ত্র বিতরণ।।

জামরুল ইসলাম রেজা ছাতক প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:০৭, শুক্রবার, ২৬ ডিসেম্বর, ২০২৫, ১১ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

সুনামগঞ্জের ছাতকের সবচেয়ে জনপ্রিয় সামাজিক ও মানবিক সংগঠন Team Chhatak এর প্রজেক্ট " Warm Hearts Campaign " এর ধারাবাহিকতায় দুই ধাপে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

সুনামগঞ্জের ছাতকের সবচেয়ে জনপ্রিয় সামাজিক ও মানবিক সংগঠন Team Chhatak এর প্রজেক্ট " Warm Hearts Campaign " এর ধারাবাহিকতায় দুই ধাপে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাত ৮:০০ ঘটিকায় প্রথমে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জামেয়া উমর বিন খাত্তাব রা: মাদ্রাসা ও এতিমখানা মাদ্রাসার ছাত্রদের মাঝে এবং পরে রাত ১১:০০ ঘটিকায় ছাতক পৌর শহরের বিভিন্ন পয়েন্টে পথচারীদের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। শীতের মৌসুমের এই কঠিন সময়ে কোমলমতি হাফেজ ও তালিবা সহ রাস্তায় অবস্থান করা পথচারীদের মাঝে উষ্ণতা পৌছে দিতেই তাদের এই আয়োজন বলে জানিয়েন সংগঠনের দায়িত্বশীলরা।

এ সময় উপস্থিত ছিলেন টিম ছাতকের প্রতিষ্টাতা সাঈদুর রহমান সাঈদ, টিম ছাতকের সদস্য, জুবায়েদ আহমদ, ময়নুল ইসলাম, রুহেতুল হক সাহাত, মোশাররফ হোসেন মুন্না। ভলিন্টিয়ার মীর তানিব, রাফি আহমদ, আক্তার মাহমুদ, সুফিয়ান আহমদ, সুমন তালুকদার প্রমুখ।

পরে টিম ছাতকের ফাউন্ডার সাঈদুর রহমান সাঈদ বলেন, শীত কারো জন্য আনন্দের কারো জন্য বেদনার, 
তাই আমরা বেছে নিয়েছি ভালোবাসা পৌছে দিতে। তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে ধাপে ধাপে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে ছাতকে আরো কয়েকটি ইউনিয়নে যাবো সবাই আমাদের জন্য দোয়া ও সহযোগিতা করবেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়