গৃহবন্দি হওয়ার আবেদন খারিজ: নাজিব রাজাককে কারাগারেই থাকতে হচ্ছে
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা মওকুফ করে গৃহবন্দি করার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাকের সাজা মওকুফ করে গৃহবন্দি করার আবেদন খারিজ করে দিয়েছেন দেশটির একটি আদালত।
সোমবার (২২ ডিসেম্বর) আদালত জানায়, নাজিব রাজাককে গৃহবন্দি করার যে রাজকীয় নথির কথা বলা হচ্ছে, তা যথাযথ প্রক্রিয়া অনুসরণ না করায় বৈধ বলে গণ্য হবে না।
বহু বিলিয়ন ডলারের ১এমডিবি কেলেঙ্কারিতে জড়িত থাকার দায়ে ২০২২ সালের আগস্ট থেকে কারাবন্দি রয়েছেন নাজিব রাজাক। তিনি দাবি করেছিলেন যে, মালয়েশিয়ার সাবেক রাজা গত বছর তাকে সাধারণ ক্ষমা প্রদানের সময় সাজার বাকি অংশ বাড়িতে কাটানোর (গৃহবন্দি) অনুমতি দিয়ে একটি সম্পূরক রাজকীয় আদেশ জারি করেছিলেন। সেই আদেশ কার্যকরের জন্যই তিনি আদালতের দ্বারস্থ হন।
কুয়ালালামপুর হাইকোর্টের বিচারক অ্যালিস লোকে রায়ে বলেন, ওই রাজকীয় আদেশের অস্তিত্ব নিয়ে কোনো বিতর্ক নেই। তবে নিয়ম অনুযায়ী, সাবেক রাজার উচিত ছিল নাজিবকে গৃহবন্দি করার আদেশ দেওয়ার আগে দেশের ‘ক্ষমা বোর্ডের’ সাথে পরামর্শ করা। যেহেতু যথাযথ প্রক্রিয়া মানা হয়নি, তাই এই আবেদন গ্রহণ করা সম্ভব নয়।
আগামী শুক্রবার ১এমডিবি কেলেঙ্কারির সবচেয়ে বড় মামলায় নাজিব রাজাকের বিরুদ্ধে আরেকটি রায় ঘোষণার কথা রয়েছে। তার ঠিক কয়েক দিন আগেই আদালতের এই সিদ্ধান্ত এল। নাজিব রাজাক অবশ্য তার বিরুদ্ধে আনা সব অভিযোগ শুরু থেকেই অস্বীকার করে আসছেন।