চট্টগ্রামে ভারতীয় ভিসা কার্যক্রম স্থগিত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১১:৫৮, রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

চট্টগ্রামে সাম্প্রতিক একটি নিরাপত্তা ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

চট্টগ্রামে সাম্প্রতিক একটি নিরাপত্তা ঘটনার প্রেক্ষিতে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভিএসি)-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (IVAC)–এর বরাতে বাংলাদেশ কর্তৃপক্ষ জানিয়েছে, চট্টগ্রামে অবস্থিত আহমেদাবাদ হাই কমিশন ইন্ডিয়া (AHCI) সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তাজনিত ঘটনার কারণে আজ রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইভিএসি চট্টগ্রামে ভারতীয় ভিসা সংক্রান্ত সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে।

কর্তৃপক্ষ আরও জানায়, সার্বিক পরিস্থিতি পর্যালোচনা শেষে ভিসা আবেদন কেন্দ্র পুনরায় চালু করার বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে। এ সময় ভিসা প্রত্যাশীদের ধৈর্য ধারণ করার পাশাপাশি ভুয়া দালাল বা এজেন্টদের থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

উল্লেখ্য, এই সিদ্ধান্তের ফলে চট্টগ্রাম অঞ্চলের ভারতগামী ভিসা প্রত্যাশীদের মধ্যে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে।

 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়