ওসমান হাদীর ওপর হামলা: সুনামগঞ্জে জাতীয় ছাত্রশক্তির সড়ক অবরোধ
সুনামগঞ্জ প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে বিলম্ব এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ শহরে ব্লকেড কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়।
ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি ওসমান হাদীর ওপর হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারে বিলম্ব এবং দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রতিবাদে সুনামগঞ্জ শহরে ব্লকেড কর্মসূচি পালন করেছে। সোমবার (১৫ ডিসেম্বর) বিকালে সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্র আলফাত স্কয়ারে এই কর্মসূচি পালিত হয়।
এ সময় ছাত্রনেতারা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘হাদীর উপর গুলি কেন, প্রশাসন জবাব চাই’—ইত্যাদি স্লোগান দিয়ে এলাকা মুখরিত করে তোলেন এবং সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করেন।
ব্লকেড কর্মসূচিতে জাতীয় ছাত্রশক্তি সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক এন ডি উছমান গনী বলেন, “আমাদের হাদি ভাই কোনো দলের নন, তিনি হচ্ছেন ’২৪-এর গণঅভ্যুত্থানে সম্মুখ সারির একজন নেতা। সেই সাহসী কণ্ঠস্বরকে রুখে দেওয়ার জন্য একদল সন্ত্রাসী চক্র ষড়যন্ত্রমূলকভাবে হাদি ভাইয়ের ওপর আক্রমণ চালিয়েছে।”
বক্তারা অভিযোগ করেন, তাদেরকে মৃত্যুর ভয় এবং বুলেটের ভয় দেখিয়ে কণ্ঠরোধ করার চেষ্টা করা হচ্ছে। তবে এই ধরনের যড়যন্ত্রের বিরুদ্ধে তারা রাজপথে আছেন এবং থাকবেন বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সংগঠনের সদস্য সচিব রেদুয়ানুল হক নিহাল ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইমন আহমেদ শিহাব বলেন, “গত শুক্রবার আমাদের জুলাই যোদ্ধা, সাহসী কণ্ঠস্বর হাদি ভাইয়ের ওপর নির্মমভাবে গুলি চালিয়ে হত্যার চেষ্টা করা হয়েছে। এত দিন পরও হামলাকারী গ্রেপ্তার না হওয়া প্রশাসনের ব্যর্থতা।”
নেতৃবৃন্দ এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য স্বরাষ্ট্র উপদেষ্টার কঠোর সমালোচনা করেন এবং অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি জানান। অন্যথায় দেশব্যাপী আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে বলেও তারা হুঁশিয়ারি দেন।