চট্টগ্রামের কদমতলীতে নকল বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরীর কারখানায় র্যাব'র অভিযান
রাজু চৌধুরী : || বিএমএফ টেলিভিশন
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করছে র্যাব-৭ ,চট্টগ্রাম।
চট্টগ্রাম নগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মোবাইল কোর্ট পরিচালনা করে ১২ লাখ টাকা জরিমানা এবং বিপুল পরিমান অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ করছে র্যাব-৭ ,চট্টগ্রাম।
এই ব্যাপারে সহকারী পুলিশ সুপার
সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন জানান,
গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, কতিপয় অসাধু ব্যবসায়ী চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ওয়ানপ্লাস নামে একটি কোম্পানি অবৈধভাবে অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি তৈরী করে আসছে। উক্ত তথ্যের ভিত্তিতে সোমবার ১৫ ডিসেম্বর আনুমানিক ১১টা থেকে ২ টা পর্যন্ত র্যাব-৭ ,চট্টগ্রাম, র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেটে এবং বিএসটিআই প্রতিনিধি চট্টগ্রাম মহানগরীর সদরঘাট থানাধীন কদমতলী এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ওয়ানপ্লাস কোম্পানি হতে বিপুল পরিমাণ অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদি জব্দ এবং র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট উক্ত প্রতিষ্ঠানটিকে ১২ লাখ টাকা জরিমানা করেন।
উক্ত ভ্রাম্যমান আদালত পরিচালনায় র্যাব সদর দপ্তর এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু হাসান এবং বিএসটিআই এর ফিল্ড অফিসার প্রকৌশলী মোঃ হাফিজুর রহমান এর নেতৃত্বে র্যাব-৭ ,চট্টগ্রাম এর একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। এসকল অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৭ ,চট্টগ্রাম এবং র্যাব সদর দপ্তর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা চলমান থাকবে।
উদ্ধারকৃত ওয়ানপ্লাস কোম্পানিকে অর্থ দন্ড এবং অনুমোদনবিহীন ঝুঁকিপূর্ণ বৈদ্যুতিক সরঞ্জামাদির বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।