রাজশাহীতে গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদ উদ্ধার
আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে ৩০ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। টানা ৩০ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় প্রায় ৪২ ফুট গভীর পর্যন্ত খনন করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
রাজশাহীর তানোরে গভীর নলকূপের গর্তে পড়ে আটকে পড়া দুই বছরের শিশু সাজিদকে অবশেষে ৩০ ঘণ্টা পর উদ্ধার করা সম্ভব হয়েছে। টানা ৩০ ঘণ্টার নিরবচ্ছিন্ন প্রচেষ্টায় প্রায় ৪২ ফুট গভীর পর্যন্ত খনন করে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টা ১৫ মিনিটে শিশুটিকে উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।
উদ্ধারের পর সাজিদকে তাৎক্ষণিকভাবে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
গতকাল বুধবার দুপুর ২টার দিকে তানোর উপজেলার কোয়েলহাট গ্রামে বাড়ির পাশে মায়ের সঙ্গে খেলছিল সাজিদ। খেলার এক পর্যায়ে অসাবধানবশত গভীর নলকূপের খোলা মুখ দিয়ে নিচে পড়ে যায় সে।
ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও পুলিশ প্রশাসনের সদস্যরা একযোগে উদ্ধার কাজে অংশ নেন। রাজশাহী, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জসহ ফায়ার সার্ভিসের মোট ৮টি ইউনিট এবং ভেকু মেশিনের সহায়তায় রাতদিন খনন কার্যক্রম চলে।
অবশেষে দীর্ঘ সময়ের প্রচেষ্টায় শিশুটিকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন উদ্ধারকর্মীরা। ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় ও উৎকণ্ঠা প্রকাশ পায় পুরো উদ্ধার অভিযানের সময়জুড়ে।