কুষ্টিয়া সামাজিক অধিপত্যের জেরে ভাঙচুর ও লুটপাটের দায় চাপিয়ে জামাত নেতা হাইদার আলীকে ফাসানোর চেষ্টা

​আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৫:৫৬, শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

গত তিন মাস ধরে কুষ্টিয়া ইবি থানাধীন  উজানগ্রাম এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় বাড়িঘর ভাঙ//..চুর ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এই চলমান সংঘাতকে ব্যবহার করে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উজানগ্রাম ইউনিয়ন শাখার আমির হাইদার আলী মাস্টারের নেতৃত্বে উজানগ্রামের  এক ব্যাক্তির ঘর বাড়ি ভাংচুরের মিথ্যা অভিযোগে ফাঁ//সানোর চেষ্টা চলছে বলে জানান।

গত তিন মাস ধরে কুষ্টিয়া ইবি থানাধীন  উজানগ্রাম এলাকায় সামাজিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দফায় দফায় বাড়িঘর ভাঙ//..চুর ও অগ্নিসংযোগের মতো ন্যাক্কারজনক ঘটনা ঘটছে। এই চলমান সংঘাতকে ব্যবহার করে স্থানীয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উজানগ্রাম ইউনিয়ন শাখার আমির হাইদার আলী মাস্টারের নেতৃত্বে উজানগ্রামের  এক ব্যাক্তির ঘর বাড়ি ভাংচুরের মিথ্যা অভিযোগে ফাঁ//সানোর চেষ্টা চলছে বলে জানান।

​হাইদার আলী মাস্টার এই অভিযোগ জোরালোভাবে অস্বীকার করে বলেন, চলমান এই সহিংসতায় তাঁর কোনো সম্পৃক্ততা নেই। বরং একটি কু/.চক্রী মহল তাঁকে ও তাঁর সংগঠনকে হেয় প্রতিপন্ন করার জন্য সুপরিকল্পিতভাবে ষ/ড়যন্ত্র করছেন, জামাত ​নেতার দাবি সব সময় ও মধ্যস্থতার চেষ্টাই আছি।

​ তিনি বলেম  আমি নিজেই বেশ কয়েকবার দুই পক্ষকে নিয়ে মিমাংসা করার চেষ্টা করেছি, কিন্তু সফলতা আসেনি।আমার ডাকা সাড়া দেয়নি।একাধিক বার তারা পুলিশের কাছে বলেছে মারামারি করবে না। আমরা মারামারি মিমাংসা করার জন্য দুই পক্ষকে সাথে নিয়ে বসেছি তার ভিডিও ফূটেজ ও কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে। এখানে অসিকার করার কিছু নেই।

​তিনি আরও জানান, এই সংঘাত নিরসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কুষ্টিয়া-৩ আসনের  এমপি পদপ্রার্থী ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকারও একাধিকবার কুষ্টিয়া শহরে একটি অফিয়াএ দুই পক্ষকে ডেকে সমাধানের চেষ্টা করেছেন।তারা কথা দিয়ে গ্রামে এসেই আবার মারমারি শুরু করে।

​স্থানীয়দের সমর্থন ও ষ/.ড়যন্ত্রের অভিযোগস্থানীয় বাসিন্দা সিরাজুল ইসলাম ও স্থানীয় মাদ্রাসার সুপার সহ সকল শিক্ষক  দাবি করেন, হাইদার মাস্টার নিঃসন্দেহে একজন ভালো মানুষ হিসেবে এলাকায় পরিচিত। তবে একটি মহল তাঁকে রাজনৈতিকভাবে হেনস্থা করার জন্য উঠেপড়ে লেগেছে।
​এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দোষীদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্ত স্থানীয়রা। তিনি বলেন, বাড়িঘর ভাঙচুরের ঘটনার সাথে আমার কোনো সম্পর্ক নেই। যারা এর সাথে জডিত তাদেরকে আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়