মেহেরপুরের ময়ামারি সড়কে শিয়ালের সাথে মোটরসাইকেল সংঘর্ষে সম্রাট (১৮) নামের এক যুবক গুরুতর আহত
মেহেরপুর প্রতিনিধি: || বিএমএফ টেলিভিশন
আহত সম্রাট মেহেরপুর সদর উপজেলা ময়ামারি পশ্চিম পাড়ার আরিফুল ইসলামের ছেলে ও চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
আহত সম্রাট মেহেরপুর সদর উপজেলা ময়ামারি পশ্চিম পাড়ার আরিফুল ইসলামের ছেলে ও চাঁদবিল সিএমসি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণীর ছাত্র।
ঘটনাটি ঘটে আজ ১০ ডিসেম্বর বুধবার সন্ধার দিকে।
ঘটনা সূত্রে জানা গেছে, সম্রাট মোটরসাইকেল যোগে মেহেরপুরের উদ্দেশ্যে আসছিলেন, এমন সময় ময়ামারি টু তাহের ক্লিনিক রোডের মাঝামাঝি স্থানে আসলে, অনাকাঙ্ক্ষিতভাবে একটি বন্য শিয়াল সড়কের উপরে চলে আসে, এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে সম্রাট সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়। আহত অবস্থায় তাকে দ্রুত উদ্ধার করে মেহেরপুর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। বর্তমানে যুবক সম্রাট হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।