রাংগাবালীতে জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত
হানিফ হাওলাদার || বিএমএফ টেলিভিশন
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার ( ৩ জুন ) দুপুর ১২ টায় উপজেলা বিএনপির উদ্যোগে রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হারুন অর রশীদ হাওলাদারের সঞ্চালনায় উপজেলা বিএনপি এবং যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল ও শ্রমিক দল, মৎস্যজীবি দলের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের স্মৃতিচারণ করে নেতৃবৃন্দ বক্তব্য প্রদান করেন। পরে জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে এতিম ও দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।