ইবির বিত্তিপাড়ায় শহীদ জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে দোয়া মাহফিল অনুষ্ঠিত

আজিজুল ইসলাম , ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১২:০১, সোমবার, ২ জুন, ২০২৫, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩২
নিজস্ব চিত্র

নিজস্ব চিত্র

 

শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে কুষ্টিয়া সদর উপজেলা  বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা।

রবিবার  (০১ জুন) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার বিত্তিপাড়া কুঠি বাজারে  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক কুতুব উদ্দীন আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা বিএনপির আহবায়ক ইসমাইল হোসেন মুরাদ।সঞ্চালনায় ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ জাহিদুল ইসলাম বিপ্লব।
এ সময় কুতুব উদ্দিন আহমেদ শহীদ জিয়াউর রহমানের  দেশপ্রেম, নেতৃত্বগুণ এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠার অবদানের কথা গভীর শ্রদ্ধা ও আবেগভরে স্মরণ করেন।আদর্শ ও অবদানের দিক তুলে ধরেন। বলেন, জিয়ার আদর্শই জাতীয়তাবাদী শক্তির মূল প্রেরণা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিন ছিলেন সদর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক শহিদুজ্জামান খোকন, যুগ্ন আহবায়ক 
অধ্যাপক মুন্সি নজরুল ইসলাম,হাজী জয়নাল আবেদীন প্রধান ।
বক্তারা শহীদ জিয়াউর রহমানের জীবনাদর্শ, দেশের প্রতি তাঁর ভালোবাসা ও আত্মত্যাগের কথা তুলে ধরে বর্তমান প্রজন্মকে সেই চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান জানান।

আরো উপস্থিথ ছিলেন,উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবু ও সাধারণ সম্পাদক আব্দুল মজিদ।ইউনিয়ন বিএনপির যুগ্ন আহবায়ক সাধু বিপ্লব ও শরিফুল ইসলাম।
আলোচনা সভা শেষে অনুষ্ঠিত হয় দোয়া মাহফিল। এতে শহীদ প্রেসিডেন্টের রুহের মাগফিরাত কামনা করা হয় এবং দেশ ও জাতির কল্যাণে দোয়া করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়