কুষ্টিয়ার ইবির হাতিয়ায় শিপনের উদ্যোগে জিয়ার শাহাদাৎ বার্ষিকীতে তবারক বিতরণ
বিশেষ প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪-তম মৃত্যুবার্ষিকীতে কুষ্টিয়ার ইবি থানার ঝাউদিয়া ইউনিয়নের হাতিয়া বাজারে তবারক বিতরণ করা হয় । তবারক বিতরণ করেন সদর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শহিদুজ্জামান শিপন ।আজ দুপুরে তিনি হাতিয়া বাজারে বিএনপি অফিসের সামনে গরিব অসহায় মানুষের মাঝে তবারক বিতরণ করেন ।এ সময় স্থানীয় বিএনপি ও অংগসমূহের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ্য শহিদুজ্জামান শিপন ১৯৯১ সাল থেকে টানা ২০০১ সাল পর্যন্ত ঝাউদিয়া ইউনিয়ন বিএনপির এর সভাপতির দায়িত্ব পালন করেন । এরপর ২০০১ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত সদর থানা যুবদলের সাধারণ সম্পাদক এর দায়িত্বে ছিলেন ।
২০১১ থেকে ২০১৮ পর্যন্ত জেলা যুবদলের দুই নম্বর যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন ।
তিনি ২০১৮ সাল থেকে থানা বিএনপির বিভিন্ন কমিটিতে সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন । তিনি ২০০৯ সালে সদর উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ছিলেন ।
এই দলের সুসময়ে ও দুঃসময়ে একই রকম দায়িত্ব পালন করেছি তাই বর্তমান কমিটিতে ভালো জায়গায় থাকার আশা পোষণ করছি