কুষ্টিয়া দিনের আলোয় শিক্ষকের বাড়িতে পুকুর চুরি,এলাকায় নিন্দার ঝড়
আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্য নাদির হোসেনের ছেলে, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লাল বাহাদুর লাল্টুর বাড়িতে ২৩/১০/২০২৫ তারিখ বৃহস্পতিবার দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে।
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার উজানগ্রাম ইউনিয়নের সোনাইডাঙ্গা গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত্য নাদির হোসেনের ছেলে, উজানগ্রাম মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক লাল বাহাদুর লাল্টুর বাড়িতে ২৩/১০/২০২৫ তারিখ বৃহস্পতিবার দিনের বেলায় চুরির ঘটনা ঘটেছে।
সকাল ১০ টার দিকে বাড়ির মালিক কুষ্টিয়া দাওয়াত খেতে গেলে এই ঘটনা ঘটে।বাড়ির মালিক লাল্টু স্যার জানান,যে রান্না ঘরের এ্যাড যাষ্ট ফ্যান হাতুর দিয়ে ভেঙ্গে ভেন্টিলেটর যায়গা দিয়ে রুমে প্রবেশ করে।এবং বাড়িতে না থাকায় ইচ্ছে মত টাকা পয়সা সোনার গহনা চুরি করে।
তিনি জানান যে ৭০,০০০ হাজার নগদ টাকা।সোনার, হাতের রুলি বালা,হাতের আংটি ও পায়ের তুড়া চুরি করে পালিয়ে যায় চোর চক্র।তবে দিনের বেলা এমন চুরির ঘটনা ঘটবে তিনি ভাবতেও পারেন নাই।
গল্প এখানেই সমাপ্তি নয় তার বড় ভাই, ইবি,র উজানগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবুর বাড়িতে ঠিক এমন ভাবেই চুরির ঘটনা ঘটেছিলো।তিনিও কুষ্টিয়া থেকে বাড়ি ফিরে এসে দেখে তার বাড়িতে চুরি হয়েছে।তবে গ্রামের মধ্যে দিনের বেলা এমন চুরির ঘটনা সবাইকে হতবাক করে দেই।
শুধু মাত্র চেয়ারম্যান বাড়ির উপর চুরির ঘটনা কোন ভাবেই সাধারণ ভাবে দেখা ঠিক নয়।পরিকল্পনা করে চুরি নাকি সমাজের মাঝে তাদেরকে হেয় প্রতিপন্ন করার জন্য এমন ঘটনা।একদিকে একই ভাবে দুই ভাইয়ের বাড়িতে দিনের আলোয় চুরি।একজন শিক্ষকের বাড়িতে এমন চুরির ঘটনায় নিন্দার ঝড় বয়ছে।
তবে কয়েক দিনের ব্যবধানে একই ভাবে দুই ভাইয়ের বাড়িতে চুরি, প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছে এলাকাবাসী।পূর্বের চুরির ঘটনায় প্রশাসনের ভূমিকা কি ছিলো..?কোন ভাবে কি কোন চোর চক্রকে শনাক্ত করতে পেরেছিলো।