মিরপুরের কালশিতে বহুতল ভবনে আ গু ন
হোসেন আলী আকাশ ।ঢাকা জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
মিরপুরের পল্লবীর পার্শ্ববর্তী কালশীর একটি ছয় তলা ভবনের কমিউনিটি সেন্টার এবং পোশাক কারখানায় আগুন লাগে শুক্রবার (২৪ অক্টোবর) রাত ১০টার দিকে। ভবনটি পল্লবীর কালশীর চন্দ্রবিন্দুর মোড়ে কাছে অবস্থিত।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট ২ ঘন্টা চেষ্টার পর রাত ১০টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুন লাগার সময় ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগে কমিউনিটি সেন্টারে দাউ দাউ করে আগুন জ্বলছিল।
তবে তাৎক্ষণিকভাবে কোন হতাহতের ঘটনা বা আর্থিক ক্ষয়ক্ষতি বিষয়ে কিছু জানায়নি এখনো ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জানান, রাত ১০টা ২২ মিনিটে কালশী রোড এলাকায় একটি ভবনের ছয়তলায় অগ্নিকাণ্ডের খবর পেয়ে ধাপে ধাপে সেখানে ১০ ইউনিট পাঠানো হয়। ভবনটির দ্বিতীয় ও তৃতীয় তলায় বিবাহ বাড়ি নামে একটি কমিউনিটি সেন্টার এবং ছয় তলায় পোশাক কারখানা ছিল। ওই কারখানাতেই আগুন লাগার ঘটনা ঘটে।