উত্তরায় ধানের শীষের পক্ষে ছাত্রদলের প্রচার মিছিল
রিপোর্ট মোঃ রিপন মিয়া : || বিএমএফ টেলিভিশন
জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর উত্তরা এলাকায় ধানের শীষের পক্ষে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে রাজধানীর উত্তরা এলাকায় ধানের শীষের পক্ষে এক প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিলটির নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাগর আহমেদ বাবু। এতে আরও উপস্থিত ছিলেন মহানগর উত্তর যুবদল নেতা আনোয়ারুল ইসলাম পলাশ, যুবদল নেতা রানা, কাজল পাশা, মোহাম্মদ আজম, মহানগর উত্তর ছাত্রদলের সজীব মণ্ডল, মেহেজাবীন তাহিয়া, সাকিব হোসাইন, খিলখেত থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সম্পাদক তামিম হোসেন শিথিল, মোহাম্মদ নাবিল হোসেন, উত্তরা পূর্ব থানা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইয়াসিন আরাফাত, উত্তরা পশ্চিম থানা সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম জনি, কামাল হোসেন, দক্ষিণখান থানা ছাত্রদল নেতা মোহাম্মদ জিলানী, বিমানবন্দর থানা ছাত্রদলের প্রচার সম্পাদক নাঈমুর রহমান, উত্তরখান থানা ছাত্রদল নেতা রাসেল, তুরাগ তা না ছাত্রদল সহ মহানগর উত্তর ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।
মিছিলে অংশ নিয়ে সাগর আহমেদ বাবু বলেন,
“তারুণ্যের প্রথম ভোট যাতে বিএনপির পক্ষে হয়— আমরা সেই লক্ষ্যেই কাজ করছি। প্রতিটি স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে আমরা যাচ্ছি এবং নতুন ভোটারদের কাছে বিএনপির ৩১ দফা ইশতেহারের শিক্ষাবান্ধব। সংস্কারগুলো তুলে ধরছি। বিএনপি ক্ষমতায় এলে শিক্ষা ব্যবস্থায় কাঙ্ক্ষিত পরিবর্তন আনা হবে। দেশ গড়ার লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। তারেক রহমানের নেতৃত্বে একটি সুশৃঙ্খল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে আমরা আশাবাদী।”