কুষ্টিয়া প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে সিভিল সার্জন কার্যালয়ে তালা, প্রবেশ পত্র ছিড়ে শিক্ষার্থীদের প্রতিবাদ

আজিজুল ইসলামঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৯:১৫, শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ৯ কার্তিক ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও সাধারণ জনতা। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

নিয়োগ পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস, ঘুষ বাণিজ্য ও দুর্নীতির অভিযোগে কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়েছেন চাকরিপ্রত্যাশী শিক্ষার্থী ও সাধারণ জনতা। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২ টায় কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেন তারা।

ছাত্র জনতার অভিযোগ শুক্রবার (২৪ অক্টোবর) অনুষ্ঠিত বিতর্কিত নিয়োগ পরীক্ষা বাতিল করে অবিলম্বে পুনরায় পরীক্ষা গ্রহণ করতে হবে।কয়েকজন শিক্ষার্থী তাদের প্রবেশ পত্র ছিড়ে প্রতিবাদ জানান।দাবি তুলেন প্রশ্ন পত্র ফাঁসের সাথে জড়িত সবাইকে দ্রত আইনের আওতায় আনতে হবে।

তবে এইসব অ‌ভি‌যোগ অস্বীকার ক‌রে আর এমও হোসেন ইমাম ব‌লেন,নি‌য়োগ পরীক্ষা সংক্রান্ত কোন বিষ‌য়ে আমার কোন সম্পৃক্ততা নেই। আমার পৈ‌ত্রিক সূত্রে পাওয়‌া বা‌ড়িতে আমি বসবাস ক‌রি। তাছাড়া বা‌ড়ি‌তে ম‌্যাস ভাড়া দেওয়‌া আছে। ‌সেটা দেখাশুনার দা‌য়িত্বে আমার ভা‌বি ও স্ত্রী র‌য়ে‌ছেন। কে,কখন বে‌র হ‌য়ে‌ছে সেটাও আমি জা‌নি না। সুতরাং আমি সাংবা‌দিক‌দের বলবো সংবাদ প্রকা‌শের আগে আপনারা আরও ভা‌লোভা‌বে খোঁজ নি‌য়ে দেখ‌তে পা‌রেন।

কু‌ষ্টিয়ার সি‌ভিল সার্জন ‌শেখ মোহাম্মদ কামাল হো‌সেন ব‌লেন,‌‌নি‌য়োগ বা‌ণিজ‌্য সংক্রান্ত কোন বিষ‌য়ে আমি কিছু জা‌নি না। তবে একজন চি‌কিৎস‌কের বা‌ড়ি থে‌কে পরীক্ষার্থীরা বের হ‌চ্ছে সামা‌জিক‌ যোগা‌যোগ মাধ‌্যম ফেসবু‌কে এমন ভি‌ডি ক্লিপ ছ‌ড়ি‌য়ে প‌ড়ে‌ছে ব‌লে জান‌তে পে‌রে‌ছি। এর বে‌শি কিছু জা‌নি না।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়