তারেক রহমানকে গুলশান কার্যালয়ে গিয়ে সমবেদনা জানালেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:৩৩, বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার শোক-সন্তপ্ত পরিবারকে সমবেদনা জানাতে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে যান জামায়াত আমিরসহ একটি প্রতিনিধিদল।

সেখানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক বইয়ে স্বাক্ষর ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন ডা. শফিকুর রহমান।

এর আগে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন মঙ্গলবার গুলশান কার্যালয়ে গিয়ে শোক বইয়ে স্বাক্ষর ও দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সহ একটি প্রতিনিধি দল।

বুধবার মরহুমার জানাজাতেও জামায়াত আমির সহ দলের শীর্ষ নেতারা অংশগ্রহণ করেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়