রাজশাহীর বাঘা থানা পুলিশের অভিযানে গ্রেফতার ১

আবুল হাশেম রাজশাহী ব্যুরোঃ || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১৯, বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬, ১৭ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রাজশাহীর বাঘা থানা পুলিশ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও চুরি মামলার পলাতক আসামী মোঃ সবুজ ইসলামকে গ্রেফতার করেছে।

রাজশাহীর বাঘা থানা পুলিশ পাবনা জেলার ঈশ্বরদী থানা এলাকা থেকে ৬ মাসের সাজাপ্রাপ্ত ও চুরি মামলার পলাতক আসামী মোঃ সবুজ ইসলামকে গ্রেফতার করেছে।

৩১ ডিসেম্বর ২০২৫ তারিখ সন্ধ্যার পূর্ব মুহূর্তে বাঘা থানার অফিসার ইনচার্জ জনাব সেরাজুল হকের নেতৃত্বে এসআই নূর মোহাম্মদ, জামাল উদ্দিনসহ একটি চৌকস পুলিশ টিম ঈশ্বরদী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত আসামী মোঃ সবুজ ইসলাম (৩০) পিতা মোঃ আজিবর রহমান, গ্রাম হরিরামপুর (দার পাড়া) থানা বাঘা জেলা রাজশাহীর বাসিন্দা।

তাকে গ্রেফতারের সংবাদ জানতে পেরে উভয় মামলার বাদী অত্যন্ত খুশি হয়েছেন। আসামিকে ১ জানুয়ারি ২০২৬ তারিখ প্রয়োজনীয় পুলিশ ইস্কট এর মাধ্যমে বিজ্ঞ আদালতে ও রাজশাহী জেলা কারাগারে প্রেরণ করার ব্যবস্থা করা হয়েছে।

বাঘা থানা পুলিশ জানিয়েছে, তারা অত্র এলাকার আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। আপনাদের সহযোগিতা থাকলে আগামীতেও এ ধারা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। তথ্য দিয়ে পুলিশকে সহায়তা করুন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়