তুমব্রু সীমান্তে মাইন বিস্ফোরণে বিজিবি সদস্য আহত

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:২২, রবিবার, ১২ অক্টোবর, ২০২৫, ২৭ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। 

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের তুমব্রু সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুরুতর আহত হয়েছেন। 

রোববার (১২ অক্টোবর) দুপুর সোয়া ১২টা ২৫ মিনিটের দিকে ঘুমধুমের তুমব্রু-বাইশফাঁড়ি সীমান্তের ৪১ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে। 

আহত বিজিবির নায়েক আকতার হোসেন কক্সবাজার ব্যাটালিয়নের (৩৪ বিজিবি) অধীনস্থ মিয়ানমার সীমান্তবর্তী রেজু আমতলী বিওপিতে কর্মরত। বিস্ফোরণে তিনি ডান পায়ের গোড়ালি হারিয়েছেন এবং বাম পায়ে গুরুতর আঘাত পেয়েছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল এস এম খায়রুল আলম। তিনি জানান, তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রামু সেনানিবাসের সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন আছেন।

বিজিবি জানিয়েছে, কক্সবাজার ব্যাটালিয়নের আওতাধীন রেজু আমতলী বিওপির দায়িত্বপূর্ণ পেয়ারাবুনিয়া এলাকার প্রস্তাবিত অস্থায়ী চৌকিতে টহলের সময় এ দুর্ঘটনা ঘটে। 
 

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়