অস্ত্রসমর্পণের দাবি অস্বীকার করলো হামাস

আন্তর্জাতিক ডেক্স। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ১২:২৫, সোমবার, ৬ অক্টোবর, ২০২৫, ২১ আশ্বিন ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

একপ্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর প্রকাশিতহয়েছে, তা তারা ‘বানোয়াট’ বলে দাবি করেছে। রোববার (৫ অক্টোবর) প্রতিবেদনটিপ্রকাশিত হয়।

একপ্রতিবেদনে বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অস্ত্র সমর্পণে সম্মত হয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে যে খবর প্রকাশিতহয়েছে, তা তারা ‘বানোয়াট’ বলে দাবি করেছে। রোববার (৫ অক্টোবর) প্রতিবেদনটিপ্রকাশিত হয়।

হামাস জোর দিয়ে অস্বীকার করেছে যে মার্কিন প্রেসিডেন্টডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত গাজা পরিকল্পনার অধীনে তারা আন্তর্জাতিক তত্ত্বাবধানে অস্ত্র হস্তান্তরে সম্মত হয়েছে।

হামাসের সিনিয়র সদস্য মাহমুদ মারদাউই এক বিবৃতিতে বলেন, "যুদ্ধবিরতি আলোচনার গতিপথ এবং অস্ত্র হস্তান্তরের বিষয়ে গণমাধ্যমে প্রচারিত খবর সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট।" তিনি অভিযোগকরেন, এসব প্রতিবেদন হামাসের অবস্থান বিকৃত করে জনমত বিভ্রান্ত করার চেষ্টা মাত্র।

মারদাউই সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন, বিশ্বাসযোগ্য সূত্রের ওপর নির্ভর করে যাচাই ছাড়া কোনো তথ্য প্রকাশ না করার জন্য।

উল্লেখ্য, গত ২৯ সেপ্টেম্বরসাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা যুদ্ধ বন্ধে ২০ দফা পরিকল্পনাপ্রকাশ করেন। এই পরিকল্পনায় বন্দিবিনিময়, যুদ্ধবিরতি, হামাসের নিরস্ত্রীকরণ এবং গাজা পুনর্নির্মাণের মতো প্রস্তাব অন্তর্ভুক্ত ছিল। হামাস নীতিগতভাবে বেশ কয়েকটি বিষয়ে সম্মত হলেও নিরস্ত্রীকরণ নিয়ে এখনও তাদের অবস্থান পরিষ্কার করেনি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়