ইবিতে ফোকলোর স্টাডিজ বিভাগের বিদায় ও বরণ অনুষ্ঠান

মো. মিনহাজুর রহমান মাহিম, ইবি প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ১০:৩০, রবিবার, ২৫ মে, ২০২৫, ১১ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফোকলোর স্টাডিজ বিভাগের উদ্যোগে বিভাগের স্নাতকোত্তর শিক্ষার্থীদের বিদায় ও স্নাতকোত্তর নতুন বর্ষের শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ (২৫) মে টিএসসিসিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে বিভাগের সভাপতি ড. আবু শিবলী মো. ফতেহ আলী চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত হিসেবে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. বেগম রোকসানা মিলি ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম। 

বক্তব্য রাখেন বিভাগের সাবেক শিক্ষক ও বর্তমানে খন্ডকালীন নিয়োজিত অধ্যাপক ড. শহিদুর রহমান ও বিভাগের শিক্ষক ড. মিঠুন মোস্তাফিজ।  অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়