ভোট শুরু ৯টায়, প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল

ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ০৮:৫৬, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ চলবে।

ভোট শুরু ৯টায়, প্রতিদ্বন্দ্বিতায় প্রস্তুত ছাত্রদল-শিবিরসহ ৮ প্যানেল দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। আজ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২১টি আবাসিক হলে মোট ২২৪টি বুথে ভোটগ্রহণ চলবে।


এবারের নির্বাচনে পূর্ণাঙ্গ ও আংশিক মিলিয়ে মোট ৮টি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। অংশগ্রহণকারী প্যানেলগুলোর মধ্যে রয়েছে ছাত্রদল সমর্থিত পূর্ণাঙ্গ প্যানেল, ছাত্রশিবিরের সমর্থনে গঠিত ‘সমন্বিত শিক্ষার্থী জোট’, বামধারার সংগঠন বাগছাসের ‘শিক্ষার্থী ঐক্য ফোরাম’, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দুটি বিভক্ত অংশের প্যানেল ‘সম্প্রীতির ঐক্য’ ও ‘সংশপ্তক পর্ষদ’। এছাড়া নির্বাচনে অংশ নিচ্ছে আরও তিনটি স্বতন্ত্র প্যানেল।


শিক্ষার্থীদের মতে, এবারের নির্বাচনে কোনো একক প্যানেলের উল্লেখযোগ্য এগিয়ে থাকার লক্ষণ নেই। বরং ভোটাররা প্রার্থীদের ব্যক্তিগত ভাবমূর্তি, আন্দোলন-সংগ্রামে ভূমিকা, সামাজিক সম্পৃক্ততা এবং রাজনৈতিক পরিচিতি বিবেচনা করে সিদ্ধান্ত নিচ্ছেন।


ভিপি-জিএস পদে হেভিওয়েট প্রার্থীরাসহ-সভাপতি (ভিপি) পদে আলোচনায় রয়েছেন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) সমর্থিত প্রার্থী আরিফুজ্জামান উজ্জল, স্বতন্ত্র প্রার্থী আবদুর রশিদ জিতু, ছাত্রদলের শেখ সাদী হাসান এবং ছাত্রশিবির সমর্থিত আরিফ উল্লাহ।


অন্য দিকে সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতায় এগিয়ে আছেন শিবির সমর্থিত মাজহারুল ইসলাম, ছাত্রদলের তানজিলা হোসাইন বৈশাখী এবং বাগছাস সমর্থিত তৌহিদ মোহাম্মদ সিয়াম।


নির্বাচনী প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রশাসন ইতোমধ্যে সবধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। নিরাপত্তা নিশ্চিত করতে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে প্রায় দেড় হাজার পুলিশ সদস্য, বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী এবং দায়িত্বে রয়েছেন দুইজন নির্বাহী ম্যাজিস্ট্রেট।


ভোটগ্রহণ শেষে বিশেষ ওএমআর মেশিন ব্যবহার করে ভোট গণনা করা হবে, যা ফলাফল প্রকাশে স্বচ্ছতা ও গতি নিশ্চিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


ভোটার ও নির্বাচনী প্রেক্ষাপট এবারের নির্বাচনে মোট ১১ হাজার ৯১৯ জন শিক্ষার্থী তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে এটি হবে দশম জাকসু নির্বাচন, যা দীর্ঘদিন পর অনুষ্ঠিতব্য সর্ববৃহৎ গণতান্ত্রিক অনুশীলন হিসেবে বিবেচিত হচ্ছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়