প্রশাসনে ঘাপটি মেরে থাকারাই হাসিনার পরিকল্পনা বাস্তবায়নের কাজ করছে: রিজভী
অনলাইন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্মারা—তার দোসররা যায়নি। তারা প্রশাসনে আছে, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিচ্ছে এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকার তারা যাতে ব্যর্থ হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় পাঁতানো অস্থিরতা তৈরি করে এবং নৈরাজ্য তৈরি করে অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস যাতে ব্যর্থ হন, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না করতে পারে, সেটার জন্য তারা প্রস্তুত আছে।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, শেখ হাসিনা পালিয়ে গেছে, কিন্তু তার রেখে যাওয়া প্রেতাত্মারা—তার দোসররা যায়নি। তারা প্রশাসনে আছে, প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে অবস্থান নিচ্ছে এবং বর্তমান অন্তবর্তীকালীন সরকার তারা যাতে ব্যর্থ হয় এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন যাতে ব্যর্থ হয় পাঁতানো অস্থিরতা তৈরি করে এবং নৈরাজ্য তৈরি করে অন্তবর্তীকালীন সরকারের প্রধান ড. ইউনুস যাতে ব্যর্থ হন, অবাধ সুষ্ঠু নির্বাচন যাতে না করতে পারে, সেটার জন্য তারা প্রস্তুত আছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরের কলেজপাড়ায় এক স্কুলছাত্রের হাতে উপহার সামগ্রী তুলে দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়া শহরের নিয়াজ মুহম্মদ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির ওই শিক্ষার্থী, কিশোর গবেষক আহনাফ বিন আশরাফ নাবিল তুরস্ক ও আমেরিকায় অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক সম্মেলনে প্রতিনিধিত্ব করতে সেখানে অংশ নেবে।
শিক্ষার্থীর বাসভবনে গিয়ে উপহার সামগ্রী তুলে দেওয়ার সময় রিজভী বলেন, শেখ হাসিনার নিষ্ঠুরতা, নির্যাতন এবং ক্ষমতায় টিকে থাকার জন্য তিনি যে রক্তস্রোত বইয়েছেন, সেক্ষেত্রে যেসব নেতারা দায়ী, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, প্রশাসনের যে ব্যক্তিরা দায়ী—তাদেরকে দেশ ছেড়ে চলে যাওয়ার জন্য গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে পাসপোর্ট বিভাগ থেকে। এ রকম অপরাধীরা তো গ্রিন সিগন্যাল পেতে পারেন না। প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা লোকরাই শেখ হাসিনার সুদূরপ্রসারী পরিকল্পনা বাস্তবায়নের জন্য কাজ করবে। এবং সেই কাজ করার জন্যই তারা নানা ধরনের পরিকল্পনা ফাঁদছে।
এ সময় তার সাথে ছিলেন বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল, আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ প্রমুখ।
উল্লেখ্য, কিশোর আহনাফ বিন আশরাফ নাবিল শিশু-কিশোরদের মানসিক স্বাস্থ্য, নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিতে কাজ করবে—এমন একটি অ্যাপ তৈরি করেছেন। গার্ডিয়ান অ্যাঞ্জেল নামের ওই অ্যাপটির কার্যকারিতা উপস্থাপন করতে ব্রাহ্মণবাড়িয়ার এই কিশোর ইস্তানবুল ও নিউইয়র্কে অনুষ্ঠিতব্য দুটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।