দাবানল নিয়ে স্পেন-পর্তুগালের জন্য ভয়ংকর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
গত মাসে ভয়ংকর দাবানলের কবলে পড়ে স্পেন ও পর্তুগাল। এই বিস্ময়কর দাবানলের পেছনে রয়েছে চরম জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে এই দুই দেশের জন্য দাবানল ৪০ গুণ বেশি সম্ভাব্য হয়ে উঠেছে। প্রাথমিক বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে।
গত মাসে ভয়ংকর দাবানলের কবলে পড়ে স্পেন ও পর্তুগাল। এই বিস্ময়কর দাবানলের পেছনে রয়েছে চরম জলবায়ু পরিবর্তন। জলবায়ু পরিবর্তনে এই দুই দেশের জন্য দাবানল ৪০ গুণ বেশি সম্ভাব্য হয়ে উঠেছে। প্রাথমিক বিশ্লেষণে এমনটাই উঠে এসেছে।
বিশ্ব আবহাওয়া বৈশ্বিক নেটওয়ার্কের গবেষকদের মতে, গত মাসে ভয়াবহ দাবানলে ৫ লাখ হেক্টর বা ১২ লাখ একর ভূমি পুড়ে গেছে। বিজ্ঞানীরা মনে করছেন জলবায়ু পরিবর্তন না ঘটলে এই দাবানল ৩০ শতাংশ কম তীব্র হতো।
ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানী এবং গবেষণার সহ-লেখক ক্লেয়ার বার্নস বলেন, “এই দাবানলগুলোর পরিমাণ এক কথায় বিস্ময়কর। জলবায়ু পরিবর্তনের কারণে এখন আবহাওয়া আরও গরম, শুষ্ক এবং সহজে জ্বলনযোগ্য হয়ে উঠেছে, যার ফলে আমরা নজিরবিহীন আগুন দেখতে পাচ্ছি।”
গবেষকরা জানান, এ ধরনের চরম আবহাওয়া শিল্প বিপ্লবের আগের সময়কার জলবায়ুতে প্রতি ৫০০ বছরে একবার ঘটার সম্ভাবনা ছিল, অথচ এখন—কয়লা, তেল ও গ্যাস পোড়ানোর ফলে সৃষ্ট গরমে জলবায়ুতে প্রতি ১৫ বছরেই এমনটা ঘটতে পারে।
তাপমাত্রার ক্ষেত্রে প্রভাব আরও তীব্র। তারা দেখিয়েছেন, ১০ দিনের সর্বোচ্চ তাপমাত্রা, যা আগে প্রতি ২ হাজার ৫০০ বছর অন্তর ঘটতো। এখন প্রতি ১৩ বছরে ঘটছে।
এই গবেষণাটি এখনো সহপাঠ পর্যালোচনার জন্য জমা দেওয়া হয়নি। এটি মূলত আবহাওয়ার পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে, যদিও সাধারণত এই গ্রুপটি জলবায়ু মডেল ব্যবহার করে থাকে। সম্প্রতি তুরস্ক ও গ্রিসের দাবানলের বিশ্লেষণেও দেখা গেছে, জলবায়ু সংকট চরম আবহাওয়ার সম্ভাবনা ১০ গুণ বাড়িয়ে দিয়েছে।
এছাড়া জমির ব্যবহার পরিবর্তন দাবানলের ঝুঁকিকে আরও বাড়িয়ে দিয়েছে। ভূমধ্যসাগরীয় অঞ্চলের বেশ কিছু দেশে গ্রামীণ অঞ্চল পরিত্যক্ত হয়ে পড়েছে, তরুণরা শহরে চলে যাচ্ছে, আর সেইসব ফেলে যাওয়া জমিতে জঙ্গলের মতো আগাছা জন্মে দাবানলের জন্য উপযোগী পরিবেশ তৈরি করছে।
স্পেনের অ্যালিকান্তে বিশ্ববিদ্যালয়ের গণিতবিদ ডেভিড গার্সিয়া বলেন, “স্পেনে মূল আলোচনা চলছে গ্রামীণ কর্মকাণ্ড কমে যাওয়ার ফলে কীভাবে আগাছা বেড়েছে। কিন্তু জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে খুব কমই আলোচনা হচ্ছে, অথচ সেটিই প্রধান কারণ।”
স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইতিমধ্যে একটি ১০ দফা জলবায়ু কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন এই ধরনের চরম আবহাওয়ার মোকাবেলায়। দ্য গার্ডিয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, জলবায়ু নিয়ে কার্যকর পদক্ষেপ ডানপন্থী রাজনীতিকদের ভ্রান্ত প্রচারণায় বাধাগ্রস্ত হচ্ছে, যারা ক্রমেই চরম ডানপন্থার বর্ণনাভিত্তিক প্রচার গ্রহণ করছে।
সূত্র: দ্য গার্ডিয়ান