ইয়েমেনে জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ রাত ০৮:২৯, বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫, ২০ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

ইয়েমেনে হুতি বিদ্রোহীরা এই সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করা জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ এনেছে। একজন হুতি কর্মকর্তা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন।

ইয়েমেনে হুতি বিদ্রোহীরা এই সপ্তাহের শুরুতে গ্রেপ্তার করা জাতিসংঘের কর্মীদের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ এনেছে। একজন হুতি কর্মকর্তা বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এএফপিকে নাম প্রকাশ না করার শর্তে এই তথ্য জানিয়েছেন।

ওই হুতি কর্মকর্তা জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে “মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের জন্য গুপ্তচরবৃত্তির অভিযোগ” রয়েছে। তিনি আরও বলেন, যাদের বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হবে, তাদের বিচারের আওতায় আনা হবে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম ও *ইউনিসেফের মতো আন্তর্জাতিক মানবিক সংস্থার কর্মীরাও রয়েছেন।

এই গ্রেপ্তারের ঘটনা ঘটেছে হুতি প্রধানমন্ত্রী আহমেদ গালেব নাসের আল-রাহাবি এবং তাঁর মন্ত্রিসভার সদস্যদের উপর ইসরায়েলি বিমান হামলার কয়েক দিন পর। গাজা উপত্যকায় যুদ্ধ চলাকালীন এই হামলাকে হুতিদের বিরুদ্ধে ইসরায়েলের প্রতিশোধমূলক হামলা হিসেবে দেখা হচ্ছে।

হুতি বিদ্রোহীরা দীর্ঘ এক দশক ধরে ইয়েমেনের বড় অংশ নিয়ন্ত্রণ করছে এবং তারা প্রায়ই ইসরায়েল ও লোহিত সাগরে জাহাজ চলাচলকে লক্ষ্য করে হামলা চালায়। তাদের দাবি, এই পদক্ষেপগুলো ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশে নেওয়া হচ্ছে।

রোববারের এই গ্রেপ্তারের আগেও হুতিদের হাতে ২৩ জন জাতিসংঘ কর্মী আটক রয়েছেন, যাদের কেউ কেউ ২০২১ সাল থেকে কারাবন্দী। এর আগে, হুতিরা ২০২৪ সালের জুনে গ্রেপ্তারকৃতদের মধ্যে “একটি মার্কিন-ইসরায়েলি গুপ্তচর নেটওয়ার্ক” থাকার দাবি করেছিল। তবে জাতিসংঘ এই অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়