নেইমারদের কোচ হলেন এক আর্জেন্টাইন
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
ভাস্কোর বিপক্ষে ৬ গোল হজমের পর কোচ জেভিয়েরকে ছাঁটাই করেছিল নেইমারদের ক্লাব সান্তোস। সেই ম্যাচ শেষে নাটকীয়ভাবে কেঁদেছিলেন নেইমার, যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এবার নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন হুয়ান পাবলো ভইভোদাকে নিয়োগ দিল ব্রাজিলের ক্লাবটি। তার সঙ্গে ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।
ভাস্কোর বিপক্ষে ৬ গোল হজমের পর কোচ জেভিয়েরকে ছাঁটাই করেছিল নেইমারদের ক্লাব সান্তোস। সেই ম্যাচ শেষে নাটকীয়ভাবে কেঁদেছিলেন নেইমার, যা তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। এবার নতুন কোচ হিসেবে আর্জেন্টাইন হুয়ান পাবলো ভইভোদাকে নিয়োগ দিল ব্রাজিলের ক্লাবটি। তার সঙ্গে ২০২৬ সালের শেষ পর্যন্ত চুক্তি হয়েছে বলে জানিয়েছে ইএসপিএন।
৪৯ বছর বয়সী ভইভোদা জুলাই মাস থেকে বেকার ছিলেন। এর আগে ব্রাজিলিয়ান ক্লাব ফোর্তালেজায় তিনি চার মৌসুম কাটিয়েছেন। ক্লাবটির হয়ে একাধিক শিরোপাও জিতেছেন। এবার তিনি যোগ দিলেন সান্তোসে। নতুন কোচের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকারী নাহুয়েল মার্টিনেজ ও গাস্তোন লিয়েনদো, ফিটনেস কোচ লুইস আজপিয়াজু, গোলকিপার কোচ সান্তিয়াগো পিসিনিনি এবং মনোবিজ্ঞানী ক্রিশ্চিয়ান রদ্রিগেজ।
ফোর্তালেজায় ভইভোদার সাফল্য নজরকাড়া। তার অধীনে ৩০৯ ম্যাচে দলটি জিতেছে ১৪৪, ড্র করেছে ৭৭ এবং হেরেছে ৮৮। এই সময়ে ক্লাবটি তিনবার (২০২১, ২০২২, ২০২৩) সেরেন্সে শিরোপা, দুবার (২০২২, ২০২৪) কোপা দো নর্দেস্তে জিতেছে। ২০২৩ সালে দলকে প্রথমবারের মতো দক্ষিণ আমেরিকার ক্লাব প্রতিযোগিতা কোপা সুল-আমেরিকানার ফাইনালে তুলেছিলেন তিনি, যদিও ফাইনালে হেরে যায় এলডিইউর কাছে।
ভইভোদা এর আগে ভইভোদা নিউওয়েলস ওল্ড বয়েজ, ডিফেন্সা ই হুস্তিসিয়া, তায়েরেস, উরাকান ও ইউনিওন লা কালেরার মতো ক্লাবে কাজ করেছেন। এবার দেখার তিনি সান্তোসে কী পরিবর্তন আনতে পারেন। বর্তমানে ব্রাজিলিয়ান লিগে ২১ পয়েন্ট নিয়ে সান্তোস রয়েছে ১৫তম স্থানে। তাদের আছে অবনমন শঙ্কা। আগামী রবিবার নতুন কোচের অধীনে বাহিয়ার মাঠে প্রথম ম্যাচ খেলবে সান্তোস।