জানা গেলো কবে বিয়ে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো

স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:১৩, মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৪ ভাদ্র ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার সেই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে সম্মতি দিয়েছেন জর্জিনা। ইনস্টাগ্রামে আংটি পরা ছবি শেয়ার করার পর থেকেই ভক্তদের কৌতূহল বেড়েছে—কবে হচ্ছে দুজনের বিয়ে?

দীর্ঘ নয় বছরের সম্পর্কের পর অবশেষে প্রেমিকা জর্জিনা রদ্রিগেজকে বিয়ের প্রস্তাব দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। পর্তুগিজ মহাতারকার সেই প্রস্তাবে ‘হ্যাঁ’ বলে সম্মতি দিয়েছেন জর্জিনা। ইনস্টাগ্রামে আংটি পরা ছবি শেয়ার করার পর থেকেই ভক্তদের কৌতূহল বেড়েছে—কবে হচ্ছে দুজনের বিয়ে?

এখনো আনুষ্ঠানিক তারিখ জানা না গেলেও স্প্যানিশ টিভি শো দি কোরাজোনে-এর সাংবাদিক আলবার্তো গুজমান জানিয়েছেন, আগামী বছরের জুলাইয়ের আগে বিয়ে হওয়ার সম্ভাবনা নেই। তার দাবি, রোনালদো ২০২৬ বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছেন। বয়স তখন হবে ৪১ বছর। বিশ্বকাপ শেষে, অর্থাৎ ২০২৬ সালের ১৯ জুলাইয়ের পরই হতে পারে রোনালদো-জর্জিনার বিয়ে।

বিয়ের আয়োজন কোথায় হবে, সেই ইঙ্গিতও দিয়েছেন গুজমান। তার ভাষায়, “অনুষ্ঠানটা সম্ভবত রোনালদোর জন্মভূমি পর্তুগালেই হতে পারে।”

প্রস্তাব দেওয়ার সময় রোনালদো শুধু আংটি নয়, দিয়েছেন একাধিক বিলাসবহুল উপহারও। গুজমান জানান, জর্জিনাকে একটি পোরশে গাড়ি, ৫০ হাজার ইউরোর বেশি মূল্যের দুটি দামি ঘড়ি, আর দুই বিখ্যাত ডিজাইনারের পোশাক উপহার দিয়েছেন রোনালদো। পোশাকগুলোর দামই ৩০ হাজার ইউরোর বেশি।

সবকিছু এখনো গোপন রাখছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকা। বিয়ের সঠিক তারিখ কিংবা পরিকল্পনা সম্পর্কে এখনো কিছুই প্রকাশ করতে চাননি তিনি। তবে গুজমানের তথ্য মতে, বিশ্বকাপের পর ফুটবলকে বিদায় জানানোর মুহূর্তে বিয়ের অনুষ্ঠান হতে পারে একেবারে গ্র্যান্ড আয়োজনে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়