ভালুকা ওভার ব্রিজে সৌন্দর্য্য বর্ধনে স্টার্স ক্লাবের অনন্য উদ্যোগ
ভালুকা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
ভালুকা উপজেলার উন্নয়ন ও সচেতন নাগরিক উদ্যোগের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে 'স্টার্স ক্লাব, ভালুকা'। ক্লাবটি সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে ভালুকা ওভার ব্রিজের সৌন্দর্য্য বর্ধনের কাজ সম্পন্ন করেছে, যা স্থানীয় জনসাধারণের মাঝে প্রশংসা কুড়িয়েছে।
এই উদ্যোগের জন্য ভালুকা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে স্টার্স ক্লাবকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।
তিনি বলেন, “স্টার্স ক্লাবের মত সচেতন সংগঠন যদি নিজেদের জায়গা থেকে দায়িত্ব পালন করে, এবং অন্যান্য নাগরিকগণও নিজেদের অবস্থান থেকে এগিয়ে আসে—তবে ভালুকাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা সময়ের ব্যাপার মাত্র।”
ইউএনও আরও জানান, সম্প্রতি ভালুকা বাসস্ট্যান্ড থেকে পাচ রাস্তা মোড় পর্যন্ত এলাকায় পুনরায় যত্রতত্রভাবে দোকানপাট বসতে দেখা যাচ্ছে, যা জনদুর্ভোগের সৃষ্টি করছে।
এই পরিস্থিতিতে তিনি ঘোষণা দেন, “আগামীকাল বিকাল বেলা উক্ত এলাকায় পুনরায় উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হবে এবং এটি ধারাবাহিকভাবে চলবে। সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করছি—অভিযানের পূর্বেই নিজ দায়িত্বে অবৈধ দোকান সরিয়ে নেওয়ার ব্যবস্থা গ্রহণ করুন।”
উপজেলা প্রশাসনের এই ঘোষণায় জনস্বার্থে কঠোর অবস্থান স্পষ্ট। নিয়ম-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং সচেতন নাগরিক অংশগ্রহণের মাধ্যমে ভালুকা এগিয়ে যাবে তার কাঙ্ক্ষিত উন্নয়নের পথে।