কক্সবাজারে পিটার হাসের সঙ্গে এনসিপির বৈঠকের তথ্যটি সঠিক নয়: তাসনিম জারা

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৩৬, মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকের বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

কক্সবাজারের একটি হোটেলে ঢাকায় নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের বৈঠকের বিষয়টিকে গুজব বলে জানিয়েছেন দলের জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা।

আজ মঙ্গলবার (৫ আগস্ট) দুপুরে গণমাধ্যমকে এ তথ্য জানান তিনি।

তাসনিম জারা বলেন, এনসিপির কেন্দ্রীয় নেতারা সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাসের সঙ্গে বৈঠকে বসেছেন এ তথ্যটি সঠিক নয়। বিভিন্ন মিডিয়াতে যে নিউজ প্রচার হচ্ছে তা গুজব ছাড়া আর কিছু নয়।

এদিকে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীও বৈঠকের বিষয়টি ‘গুজব’ বলে জানান। তিনি নিউজ টোয়েন্টিফোরকে বলেন, এটা সম্পূর্ণ গুজব। আমরা ঘুরতে আসছিলাম। এখানে এসে আমরা চেক-ইন করে এমন একটা নিউজ দেখলাম।

তিনি আরও বলেন, এটা সম্পূর্ণ গুজব। এরকম কিছুই না। আমরা ঘুরতে এসেছিলাম।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়