শহীদ সৈকতের কবরে সোনাতলা উপজেলা প্রশাসনের শ্রদ্ধা
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
শামীম হোসেন সুজন, সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সৈকতের আত্মত্যাগকে স্মরণ করে তাঁর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সোনাতলা উপজেলা প্রশাসন।
শামীম হোসেন সুজন, সোনাতলা(বগুড়া)প্রতিনিধিঃ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সৈকতের আত্মত্যাগকে স্মরণ করে তাঁর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছে সোনাতলা উপজেলা প্রশাসন।
মঙ্গলবার ৫ই জুলাই সকাল ৯ টায় সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়নের উত্তর দিঘলকান্দী গ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নিহত শহীদ আব্দুল আহাদ সৈকতের কবরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) স্বীকৃতি প্রামাণিক উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শারমিন কবিরাজ, কৃষি কর্মকর্তা কৃষিবিদ সোহরাব হোসেন, থানা অফিসার ইনর্চাজ মিলাদুননবী, মহিলা বিষয়ক কর্মকর্তা মাঈনুল হক, মৎস্য কর্মকর্তা আরিফুর রহমান, প্রানি সম্পদ অফিসারসহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। তাঁরা সবাই নীরবতা পালনের মাধ্যমে শহীদ সৈকতের প্রতি সম্মান জানান। এবং দোয়ায় অংশ গ্রহন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে ইউএনও বলেন,
শহীদ সৈকত কেবল একজন শিক্ষার্থী ছিলেন না—তিনি ছিলেন একটি ন্যায়ের আন্দোলনের প্রতীক। তাঁর আত্মত্যাগ আমাদের আগামীর পথ চলায় আলোকবর্তিকা হয়ে থাকবে।
২০২৪ সালের ৫ আগস্ট ঢাকার সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত হন বগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউপি'র উত্তর দিঘলকান্দী গ্রামের নজরুল ইসলাম প্রামাণিকের একাদশ শ্রেণির ছাত্র আব্দুল আসাদ সৈকত। তাঁর মৃত্যু জাতীয় পর্যায়ে ন্যায় ও সাম্যের পক্ষে ছাত্র আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
এই শ্রদ্ধা নিবেদন শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং শহীদের আদর্শকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি।