পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে বন্দুক ও গুলি উদ্ধার

পীরগাছা (রংপুর) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৪:১৩, সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ২০ শ্রাবণ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

রংপুরের পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 
 

রংপুরের পীরগাছায় পরিত্যক্ত জমিদার বাড়ি থেকে একটি একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ। 


রবিবার (৪ আগস্ট) ভোরে উপজেলার ইটাকুমারী ইউনিয়নের রাজবাড়ীর একটি পরিত্যক্ত কাচারী ঘরের কক্ষ থেকে এ অস্ত্র উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী বিশেষ অভিযানে দায়িত্ব পালনকালে এসআই সফিকুল ইসলাম আকন্দ ও এসআই আব্দুর রাজ্জাক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, পরিত্যক্ত একটি ভবনে মাদক মজুদের পাশাপাশি অস্ত্র রয়েছে। পরে রাত ৪টার দিকে দুটি টহল দল যৌথভাবে অভিযান চালিয়ে একটি ১২ বোরের একনলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ।


এ বিষয়ে এসআই সফিকুল ইসলাম আকন্দ বলেন, 'গোপন সূত্রে খবর পেয়ে রাজবাড়ীর পরিত্যক্ত ঘরে অভিযান চালাই। সেখানে পরিত্যক্ত অবস্থায় বন্দুক ও গুলি পাওয়া যায়। ঘটনাস্থলে কেউ উপস্থিত ছিল না। উদ্ধারকৃত আলামত জব্দ করে থানায় হেফাজতে নেওয়া হয়েছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়