রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করলেন নরওয়ের প্রতিনিধিদল
রফিক মাহমুদ, উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেছেন ঢকাস্থ নরওয়ে দূতাবাসের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল। বুধবার (২১ মে) সকাল সাড়ে ১১ টায় উখিয়া বালুখালী বিভিন্ন রোহিঙ্গা আশ্রয়শিবির পরিদর্শন করেন।
শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনের কার্যালয় সূত্রে বিষয়টি নিশ্চিত করেছেন। জানাগেছে ঢাকাস্থ নরওয়ে দূতাবাসের ৬ সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল রোহিঙ্গা ক্যাম্পে আগমন করেন।
প্রতিনিধিদলের মধ্যে ছিলেন নরওয়ের আন্তর্জাতিক উন্নয়ন মন্ত্রণালয়ের উপমন্ত্রী মিসেস স্টাইন রেনেট হাহেলাম, বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত মি. হাকন আরাল্ড গুলব্র্যান্ডসেন, নরওয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং ওএসএলও মিসেস গানহিল্ড এরিকসেন, মিসেস ক্রিস্টিন লুন্ডেন, নরওয়ে দূতাবাসে কর্মরত সিনিয়র উপদেষ্টা মোরশেদ আহমেদ ও নরওয়ে দূতাবাস (স্টুডেন্ট ইন্টার্ন) মিসেস কাশিশ কৌর সেখন।
প্রতিনিধিদলটি উখিয়া বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে বিশ্ব খাদ্য কর্মসূচি পরিচালিত এগ্রিগেশন সেন্টার পরিদর্শন করেন। এর তারা বালুখালীস্থ এনজিও ফ্রেন্ডশিপ পরিচালিত হাসপাতাল পরিদর্শন করেন। এ সময় তারা হাসপাতালের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।
সেখান থেকে প্রতিনিধিদলটি দুপুরে ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এর সি-১৫ ব্লকে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) পরিচালিত এলপিজি বিতরণ কেন্দ্র পরিদর্শন যান এবং তারা রোহিঙ্গাদের গ্যাস বিতরণ কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
নরওয়ের প্রতিনিধিদলটি বিকালে ক্যাম্প-৮ ডব্লিউ এবং ক্যাম্প-৪ পরিদর্শনে যান। সেখান থেকে পরিদর্শন শেষে সন্ধ্যায় কক্সবাজারের উদ্দেশ্যে রোহিঙ্গা ক্যাম্প ত্যাগ করেন বলে জানা যায়।