বলিউডে টানা পঞ্চম ফ্লপ ম্রুণালের

বিনোদন ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪৪, বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বলিউডে বারবার চেষ্টার পরেও যেন ভাগ্য সহায় হচ্ছে না অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। হিন্দি সিনেমায় একের পর এক ব্যর্থতার তালিকায় যুক্ত হয়েছে তার নতুন ছবি ‘সন অফ সরদার ২’। অজয় দেবগনের সঙ্গে বড় বাজেটের এই ছবিটি ভারতীয় বক্স অফিসে আয় করতে পেরেছে মাত্র ২৬ কোটির একটু বেশি। সমালোচকদের রিভিউ থেকে শুরু করে দর্শকদের প্রতিক্রিয়া—সবদিক থেকেই ছবিটি ব্যর্থ। এটি ম্রুণালের হিন্দি ফিল্ম ক্যারিয়ারের টানা পঞ্চম ফ্লপ।

বলিউডে বারবার চেষ্টার পরেও যেন ভাগ্য সহায় হচ্ছে না অভিনেত্রী ম্রুণাল ঠাকুরের। হিন্দি সিনেমায় একের পর এক ব্যর্থতার তালিকায় যুক্ত হয়েছে তার নতুন ছবি ‘সন অফ সরদার ২’। অজয় দেবগনের সঙ্গে বড় বাজেটের এই ছবিটি ভারতীয় বক্স অফিসে আয় করতে পেরেছে মাত্র ২৬ কোটির একটু বেশি। সমালোচকদের রিভিউ থেকে শুরু করে দর্শকদের প্রতিক্রিয়া—সবদিক থেকেই ছবিটি ব্যর্থ। এটি ম্রুণালের হিন্দি ফিল্ম ক্যারিয়ারের টানা পঞ্চম ফ্লপ।

২০১৯ সাল থেকে হিন্দি সিনেমায় নিজের অবস্থান পাকাপোক্ত করার লড়াই চালিয়ে যাচ্ছেন ম্রুণাল। কিন্তু প্রতিবারই ব্যর্থতার মুখ দেখতে হচ্ছে তাকে। অন্যদিকে, দক্ষিণী ইন্ডাস্ট্রি, বিশেষ করে তেলেগু সিনেমায় তার ঝলক একেবারেই আলাদা। সেখানে একের পর এক সফল ছবি তাকে এনে দিয়েছে সমালোচকদের প্রশংসা ও ভক্তদের ভালোবাসা।

তেলেগু ছবিতে অভিনয়ের সুবাদে দক্ষিণের সিনেমা প্রেমীদের কাছে ম্রুণাল এখন পরিচিত ও প্রিয় মুখ। তার পারফরম্যান্স, পর্দায় উপস্থিতি এবং চরিত্রের গভীরতা নিয়ে প্রশংসা করেছেন অনেকেই। কিন্তু নিজের ভাষার ইন্ডাস্ট্রিতে বারবার এমন ব্যর্থতা তার ক্যারিয়ার নিয়ে নতুন প্রশ্ন তুলে দিচ্ছে।

বর্তমানে বলিউডে ম্রুণালের সামনে রয়েছে আরও তিনটি হিন্দি ছবি। সিনেমা বিশ্লেষকদের মতে, এই তিনটি ছবির সাফল্যের ওপরই নির্ভর করছে ম্রুণালের বলিউড ভবিষ্যৎ। প্রশ্ন উঠছে, তিনি কি পারফর্ম করতে পারছেন না, না কি বলিউড তাকে সঠিকভাবে ব্যবহার করছে না?

তবে বাস্তবতা একটাই—তেলেগুতে জ্বলজ্বলে নক্ষত্র হলেও, বলিউডে এখনও আলো জ্বালাতে পারেননি ম্রুণাল ঠাকুর।

Share This Article

আরো পড়ুন  

সর্বশেষ

পাঠকপ্রিয়