মেসিকে নিয়ে দুঃসংবাদ

অনলাইন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ বিকাল ০৩:৪০, বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ২২ শ্রাবণ ১৪৩২
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান লিওনেল মেসি। মাত্র ১১ মিনিট মাঠে থেকে চেজ স্টেডিয়ামে খেলা শেষ করেন আর্জেন্টাইন তারকা। যদিও চোটটি গুরুতর নয় বলে নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। তবে মিয়ামি ও মেসি ভক্তদের জন্য আছে দুঃসংবাদ। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পুমাস ইউএনএম-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি খেলতে পারছেন না।

লিগস কাপে নেকাক্সার বিপক্ষে খেলতে নেমে ডান পায়ের মাংসপেশিতে হালকা চোট পান লিওনেল মেসি। মাত্র ১১ মিনিট মাঠে থেকে চেজ স্টেডিয়ামে খেলা শেষ করেন আর্জেন্টাইন তারকা। যদিও চোটটি গুরুতর নয় বলে নিশ্চিত করেছে ইন্টার মিয়ামি। তবে মিয়ামি ও মেসি ভক্তদের জন্য আছে দুঃসংবাদ। বাংলাদেশ সময় আগামীকাল বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে পুমাস ইউএনএম-এর বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে মেসি খেলতে পারছেন না।

ক্লাব জানিয়েছে, মেসির মাঠে ফেরার সময় নির্ভর করবে তার চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়ার অগ্রগতির ওপর।

এ প্রসঙ্গে আর্জেন্টিনার জাতীয় দলের সাবেক অধিনায়ক ও ইন্টার মায়ামি কোচ হাভিয়ের মাচেরানো বলেন, ‘আমি মেসির সঙ্গে কথা বলেছি। ক্লাব ইতোমধ্যে জানিয়ে দিয়েছে যে তার চোট হালকা। এটা স্বস্তির খবর। তবে আমরা কখনও নির্দিষ্ট সময় বলতে চাই না, বিশেষ করে মেসির মতো খেলোয়াড়ের ক্ষেত্রে। সে সাধারণত দ্রুত সেরে ওঠে। তাই পর্যবেক্ষণে রাখছি।’

এদিকে পুমাসের বিপক্ষে লিগস কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে মাঠে নামবে ইন্টার মিয়ামি। এই ম্যাচে ডিফেন্ডার ম্যাক্সিমিলিয়ানো ফালকন খেলতে পারবেন। নেকাক্সার বিপক্ষে পাওয়া লাল কার্ডের সিদ্ধান্ত বাতিল করেছে ডিসিপ্লিনারি কমিটি।

মাচেরানো বলেন, ‘আমরা লাল কার্ডের বিরুদ্ধে আপিল করেছিলাম এবং সিদ্ধান্তটা আমাদের পক্ষে এসেছে। এটা শুরু থেকেই অন্যায় মনে হয়েছিল। ফালকন আমাদের দলের গুরুত্বপূর্ণ অংশ। তবে কালকের ম্যাচে তাকে শুরু থেকে খেলানো হবে কিনা, সে সিদ্ধান্ত পরে নেয়া হবে।’

লিগস কাপের নতুন ফরম্যাট অনুযায়ী, গ্রুপ পর্বে এমএলএস টেবিলের শীর্ষ চার দলে থাকতে হলে পুমাসকে হারাতেই হবে মিয়ামিকে। অন্যথায় বিদায় নিতে হবে এই পর্ব থেকেই। এই বাঁচা-মরার ম্যাচেই মেসিকে পাচ্ছে না দলটি।

দুই ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে মিয়ামি বর্তমানে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে। অ্যাটলাস এফসিকে হারানোর পর নেকাক্সার সঙ্গে ২-২ গোলে ড্র করলেও টাইব্রেকারে জয় পেয়ে এক অতিরিক্ত পয়েন্ট অর্জন করেছে তারা।

আগামী সোমবার এমএলএসের নিয়মিত মৌসুমে অরল্যান্ডো সিটির বিপক্ষে ইন্টার মিয়ামির পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে। সেই ম্যাচে মেসির ফেরার সম্ভাবনা নিয়ে আপাতত কিছু বলা হয়নি।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়