পীরগাছায় ছাত্রদলের প্রস্তুতি সভা

পীরগাছা (রংপুর) প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০১:৫১, বুধবার, ২১ মে, ২০২৫, ৭ জ্যৈষ্ঠ ১৪৩২
ধারণকৃত ছবি

ধারণকৃত ছবি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ডাকে বগুড়ায় আগামী ২৪ মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ সফল করার লক্ষ্যে পীরগাছা উপজেলা ছাত্রদলের আয়োজনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে উপজেলা বিএনপি কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
 

উপজেলা ছাত্রদলের আহবায়ক লোকমান হোসেনের সভাপতিত্বে ও সদস্য সচিব মোফাচ্ছিরুল ইসলাম মিলনের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন রংপুর জেলা ছাত্রদলের আহবায়ক শরিফ নেওয়াজ জোহা। বিশেষ অতিথি ছিলেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক সাজ্জাদুর রহমান আকাশ, সদস্য মিরাজ হোসেন, শান্ত ও শক্তি। 
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সাইফুল্লাহ সজীব, সিনিয়র যুগ্ম আহবায়ক জিসানুর রহমান জনি, যুগ্ম আহবায়ক ইমতিয়াজ উদ্দিন সেতু, সালমান রহমান, রাশেদ আলী হৃদয়, হাবীব মিয়া, নুর আহাদ মন্ডল, পীরগাছা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাকিব হাসান প্রান্তিক ও সাধারণ সম্পাদক ফয়জুর রহমান শান্ত ও উপজেলার ৮ইউনিয়নের ছাত্রদলের সভাপতি-সম্পাদক সহ আরও অনেকে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়