শান্তিগঞ্জে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠান
বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন
শান্তিগঞ্জে নারীদের আত্মকর্মসংস্থান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
শান্তিগঞ্জে নারীদের আত্মকর্মসংস্থান উন্নয়নে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১০ জুলাই) বিকাল ৩টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উন্নয়ন সহায়তা তহবিল (এডিপি) ২০২৪-২৫ অর্থবছরের অর্থায়নে ২৮জন উপকারভোগীরা মধ্যে এ সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা বলেন,“নারীদের স্বাবলম্বী করতে সেলাই মেশিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা ঘরে বসেই আয় করে পরিবারে অবদান রাখতে পারবে। এটি নারীদের ক্ষমতায়নের পথ সুগম করবে।”
এ সময় উপজেলা প্রকৌশলী মো. সাজেদুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা সন্দীপ বিশ্বাস,পরিবার পরিকল্পনা কর্মকর্তা পুলক চক্রবর্তী, শান্তিগঞ্জ প্রেসক্লাব সভাপতি মো. আবু সঈদ ও সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও উপকারভোগীরা