বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীতে জনদুর্ভোগ বেড়েছে।
মোঃ আরাফাত তালুকদার পটুয়াখালী প্রতিনিধি । || বিএমএফ টেলিভিশন
কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীর জনপদ জনদুর্ভোগ বহুগুণে বেড়েছে। অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল-বিল সব পানিতে থৈ থৈ করছে। মাইলের পর মাইল চাষের জমিতে হাঁটু থেকে কোমর সমান পানিতে একাকার হয়ে গেছে। টানা বৃষ্টিতে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। পৌর শহরে মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছেন।
কয়েকদিনের বিরামহীন বৃষ্টিতে পটুয়াখালীর জনপদ জনদুর্ভোগ বহুগুণে বেড়েছে। অধিকাংশ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। খাল-বিল সব পানিতে থৈ থৈ করছে। মাইলের পর মাইল চাষের জমিতে হাঁটু থেকে কোমর সমান পানিতে একাকার হয়ে গেছে। টানা বৃষ্টিতে মানুষ ঘরবন্দি হয়ে পড়েছে। পৌর শহরে মানুষ জলাবদ্ধতার কবলে পড়েছেন।
উত্তর বঙ্গোপ সাগরের ওপর বায়ুচাপের তারতম্য এবং দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তায় পটুয়াখালীসহ আশপাশের এলাকায় প্রবল বৃষ্টি হচ্ছে। এরই অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৯টা থেকে আজ মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টায় জেলায় ২১৫ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া অফিস।
টানা এক সপ্তাহের বর্ষণে পটুয়াখালী পৌর শহরের একাধিক এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। ডুবে আছে সবুজ বাগ, নতুন বাজার, তিতাস মোড় সহ বিভিন্ন এলাকার রাস্তা। স্রোতের পানিতে তলিয়ে গেছে গ্রামীণ অঞ্চলের বহু মাছের ঘের ও পুকুর। পটুয়াখালী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখি জানিয়েছেন, পরিস্থিতির প্রেক্ষিতে পায়রা সহ দেশের সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে।