পাবনায় ধানক্ষেতে মিললো দিনমজুরের মরদেহ
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাটিতে মুখ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে।
পাবনার ঈশ্বরদীতে ধানক্ষেত থেকে মেহেদী হাসান (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মাটিতে মুখ চাপা দিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করা হয়েছে ধারণা করা হচ্ছে।
সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে ঈশ্বরদী-পাবনা সড়কের পাশে হারুখালী এলাকার একটি ধানক্ষেতে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত মেহেদী ঈশ্বরদী পৌর এলাকার অরনকোলা গ্রামের বক্কার জোয়ার্দারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে হারুখালী এলাকার ওই ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। মরদেহটি মাটিতে মুখ চাপা দেওয়া অবস্থায় পড়ে ছিল। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
ঈশ্বরদী থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল লতিফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয় এবং ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে লাশের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে, ধস্তাধস্তির একপর্যায়ে কাদামাটিতে মুখ চেপে ধরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হতে পারে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।