কাল জকসু নির্বাচন
ডেস্ক রিপোর্ট। || বিএমএফ টেলিভিশন
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথমবারের ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচন (জকসু) অনুষ্ঠিত হতে যাচ্ছে।
আগামীকাল মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বহুল প্রতিক্ষীত এ নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্য দিয়ে নেতৃত্ব বেছে নিবে জবি শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টায় ভোট গ্রহণ শুরু হয়ে চলবে বিকাল ৩ টা পর্যন্ত। নির্বাচনকে কেন্দ্র করে সকল প্রস্তুতি প্রায় সম্পন্ন করেছে জবি প্রশাসন। রাতের মধ্যে বাকি প্রস্তুতিও শেষ হবে বলে জানিয়েছেন চীফ ইলেকশন কমিশনার, অধ্যাপক ড. মোস্তফা হাসান।
এদিকে নির্বাচনকে নিয়ে কোনো একটি দল কূটকৌশল করছে বলে অভিযোগ করেছেন শিবির সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী রিয়াজুল ইসলাম। আর ছাত্র দল সমর্থিত ভিপি প্রার্থী একে এম রাকিব বলছেন, জয় পরাজয় মেনে সকলকে নিয়ে এক সাথে কাজ করবো।
নির্বাচন ঘিরে শিক্ষার্থীরা বলছে, যারা জুলাই আন্দোলনে অগ্রনী ভূমিকা রেখেছে ও শিক্ষার্থীদের কল্যাণে কাজ করবে তাদেরকেই তারা বেছে নিবে।
নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ১৬ হাজার ৪৪৫ জন এবং জকসুর ২১টি পদের বিপরীতে মোট ১৫৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।