সুনামগঞ্জ-২: শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন জমার হিড়িক

সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সকাল ১০:০৮, মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫, ১৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

​আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।

​মনোনয়নপত্র দাখিলকারী উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাবেল, ​বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শিশির মনির, ​জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী ড. শোয়াইব আহমদ, ​বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাম গণতান্ত্রিক জোটের পক্ষে নিরঞ্জন দাস খোকন, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঋতেশ রঞ্জন দেব।

​মনোনয়নপত্র গ্রহণ শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার সাংবাদিকদের জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, "তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"

​সুনামগঞ্জ-২ আসনে হেভিওয়েট প্রার্থীদের এই অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত প্রার্থীর উপস্থিতি এবং জমিয়তে উলামায়ে ইসলামের সক্রিয়তা এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

​এখন দেখার বিষয়, যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে কারা টিকে থাকেন।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়