সুনামগঞ্জ-২: শেষ দিনে প্রার্থীদের মনোনয়ন জমার হিড়িক
সুনামগঞ্জ প্রতিনিধি :: || বিএমএফ টেলিভিশন
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র দাখিল করেছেন বিভিন্ন রাজনৈতিক দলের মনোনীত ও স্বতন্ত্র প্রার্থীরা। সোমবার (২৯ ডিসেম্বর) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সঞ্জীব সরকারের নিকট প্রার্থীরা তাদের মনোনয়ন পত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলকারী উল্লেখযোগ্য প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী নাছির চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাবেল, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হিসেবে মোহাম্মদ শিশির মনির, জমিয়তে উলামায়ে ইসলামের মনোনীত প্রার্থী ড. শোয়াইব আহমদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি (সিপিবি) বাম গণতান্ত্রিক জোটের পক্ষে নিরঞ্জন দাস খোকন, এছাড়াও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ঋতেশ রঞ্জন দেব।
মনোনয়নপত্র গ্রহণ শেষে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জীব সরকার সাংবাদিকদের জানান, অত্যন্ত শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, "তফসিল অনুযায়ী পরবর্তী ধাপে যাচাই-বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে।"
সুনামগঞ্জ-২ আসনে হেভিওয়েট প্রার্থীদের এই অংশগ্রহণ নির্বাচনী মাঠে নতুন সমীকরণ তৈরি করেছে। বিশেষ করে বিএনপি ও জামায়াত প্রার্থীর উপস্থিতি এবং জমিয়তে উলামায়ে ইসলামের সক্রিয়তা এই আসনে তীব্র প্রতিদ্বন্দ্বিতার আভাস দিচ্ছে। সাধারণ ভোটারদের মধ্যে নির্বাচন নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
এখন দেখার বিষয়, যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত লড়াইয়ে শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে কারা টিকে থাকেন।