সামাজিক মানবিক সংগঠন Team Chhatak এর ৩য় ধাপে শীত বস্ত্র বিতরণ।।
জামরুল ইসলাম রেজা ছাতক প্রতিনিধিঃ || বিএমএফ টেলিভিশন
সুনামগঞ্জের ছাতকের সবচেয়ে জনপ্রিয় সামাজিক, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন Team Chhatak এর প্রজেক্ট " Warm Hearts Campaign " এর শীত বস্ত্র বিতরণ এর ধারাবাহিকতায় ৩য় ধাপে বিতরণ করা হয়েছে।
সুনামগঞ্জের ছাতকের সবচেয়ে জনপ্রিয় সামাজিক, সেচ্ছাসেবী ও মানবিক সংগঠন Team Chhatak এর প্রজেক্ট " Warm Hearts Campaign " এর শীত বস্ত্র বিতরণ এর ধারাবাহিকতায় ৩য় ধাপে বিতরণ করা হয়েছে।
রবিবার ২৮/১২/২৫ ইং উপজেলার নোয়ারাই ইউনিয়নের কটালপুর পয়েন্টে কয়েকটি গ্রামের শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়। শীতের কঠিন সময়ে উষ্ণতা পৌছে দিতেই তাদের এই আয়োজন বলে জানান গঠনের দায়িত্বশীলরা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন টিম ছাতকের প্রতিষ্টাতা সাঈদুর রহমান সাঈদ, সদস্য জুবায়েদ আহমদ, সালমান রহমান , তোফায়েল আহমেদ সুলায়মান, রুহেতুল হক সাহাত, ভলিন্টিয়ার সুফিয়ান আহমদ , সাদিকুর রহমান , মামুন আহমেদ , মানসুর আহমেদ। টিম ছাতকের শুভাকাঙ্ক্ষী বাংলাদেশ সেনাবাহিনীর স্পেশাল কমান্ডো সদস্য আতিকুর রহমান আতিক প্রমুখ।
টিম ছাতকের ফাউন্ডার সাঈদুর রহমান সাঈদ বলেন, শীত কারো জন্য আনন্দের কারো জন্য বেদনার, তাই আমরা বেছে নিয়েছি ভালোবাসা পৌছে দিতে।
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ ছাতকের মানুষ সহ দেশবাসীর পাশে সকল মানবিক ও সামাজিক কাজের জন্য টিম ছাতক সর্বদা প্রস্তুত। আমরা চাই ছাতকের তরুণদের সামাজিক ও মানবিক কাজে উদ্দুদ্ধ করতে। টিম ছাতকের জন্য দোয়া ও সহযোগিতা করবেন।