২০০ টাকায় দেখা যাবে বিপিএলের সিলেট পর্বের খেলা
স্পোর্টস ডেস্ক। || বিএমএফ টেলিভিশন
২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে পর্দা উঠছে ২০২৬ বিপিএলের। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সারছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে একাধিক দল শুরু করে দিয়েছে অনুশীলন।
২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে পর্দা উঠছে ২০২৬ বিপিএলের। টুর্নামেন্টে অংশ নিতে যাওয়া ফ্র্যাঞ্চাইজিগুলো সারছে শেষ সময়ের প্রস্তুতি। ইতিমধ্যে একাধিক দল শুরু করে দিয়েছে অনুশীলন।
এবার টুর্নামেন্টকে সামনে রেখে গতকাল সিলেট পর্বের টিকিটের মূল্য তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিলেট পর্বে অনুষ্ঠিত হবে মোট ১২টি ম্যাচ। উদ্বোধনী দিনে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিলেট টাইটান্স ও রাজশাহী ওয়ারিয়র্সের ম্যাচ দিয়ে মাঠে গড়াবে বিপিএল।
একই দিনে দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালস। লাক্কাতুলায় বসে বিপিএল উপভোগ করতে দর্শকদের সর্বনিম্ন ২০০ টাকা থেকে সর্বোচ্চ ২ হাজার টাকা গুনতে হবে। সরাসরি কোনো টিকিট বিক্রি করা হবে না। শুধু টিকিট পাওয়া যাবে বিসিবির অফিশিয়াল ওয়েবসাইট www.gobcbticket.com.bd-এ।