দক্ষিণ আফ্রিকায় বন্দুকধারীদের হামলা, নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক। || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ দুপুর ০২:১৫, রবিবার, ২১ ডিসেম্বর, ২০২৫, ৬ পৌষ ১৪৩২
ছবি: সংগৃহীত।

ছবি: সংগৃহীত।

দক্ষিণ আফ্রিকায় আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জোহানেসবার্গের উপকণ্ঠে একটি পৌর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গণহত্যার ঘটনা।

দক্ষিণ আফ্রিকায় আবারও ভয়াবহ বন্দুক হামলার ঘটনা ঘটেছে। জোহানেসবার্গের উপকণ্ঠে একটি পৌর এলাকায় অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ১০ জন গুরুতর আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। চলতি ডিসেম্বর মাসে দেশটিতে এটি দ্বিতীয় বড় ধরনের গণহত্যার ঘটনা।

পুলিশের দেওয়া তথ্যমতে, জোহানেসবার্গ থেকে প্রায় ৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত বেকারসডাল এলাকায় এই হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা রাস্তায় অতর্কিতভাবে লোকজনকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে। গাউতেং প্রদেশের পুলিশ মুখপাত্র ব্রিগেডিয়ার ব্রেন্ডা মুরিডিলি জানান, বেকারসডালের একটি মদের দোকানের (বার) সামনে এই হামলা চালানো হয়। তবে হামলাকারীদের পরিচয় বা ঠিক কতজন এই হামলায় অংশ নিয়েছিল, সে সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি।

নিহতদের পাশাপাশি আহত ১০ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, এলাকাটি অবৈধ মদের ব্যবসার কেন্দ্র হওয়ায় এমন সংঘাতের সৃষ্টি হতে পারে। উল্লেখ্য, বেকারসডাল এলাকাটি দক্ষিণ আফ্রিকার বড় সোনার খনিগুলোর কাছাকাছি অবস্থিত।

৬ কোটি ৩০ লাখ জনসংখ্যার দেশ দক্ষিণ আফ্রিকায় অপরাধ ও হত্যার হার বিশ্বজুড়ে অন্যতম সর্বোচ্চ। চলতি মাসের ৬ ডিসেম্বর প্রিটোরিয়ার কাছে একটি হোস্টেলে গুলিবর্ষণে ৩ বছরের শিশুসহ ১২ জন নিহত হয়েছিল। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এই নতুন হত্যাকাণ্ডে দেশটিজুড়ে চরম উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ ঘাতকদের ধরতে চিরুনি অভিযান শুরু করেছে।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়