দরগাপাশা ইউনিয়নে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

বিএমএফ টেলিভিশন ডেস্ক || বিএমএফ টেলিভিশন

প্রকাশিতঃ সন্ধ্যা ০৭:১২, শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫, ৫ পৌষ ১৪৩২
ছবি: বিএমএফ টেলিভিশন।

ছবি: বিএমএফ টেলিভিশন।

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে চক্ষু রোগে আক্রান্ত সাধারণ মানুষের জন্য একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দরগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।
 

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার দরগাপাশা ইউনিয়নে চক্ষু রোগে আক্রান্ত সাধারণ মানুষের জন্য একটি ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর ২০২৫) সকাল ৯টা থেকে বিকাল ৩টা পর্যন্ত দরগাপাশা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ক্যাম্পের আয়োজন করা হয়।

দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়ার উদ্যোগে আয়োজিত এই ক্যাম্পে বিপুলসংখ্যক নারী-পুরুষ ও বয়স্ক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা গ্রহণ করেন। ক্যাম্পে আগত রোগীদের চক্ষু পরীক্ষা শেষে প্রয়োজন অনুযায়ী বিনা মূল্যে চশমা ও ওষুধ সরবরাহ করা হয়।

এছাড়া যেসব রোগীর চক্ষু অপারেশনের প্রয়োজন রয়েছে, তাদেরকে সম্পূর্ণ বিনা খরচে অপারেশনের জন্য বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজারে পাঠানোর ব্যবস্থা করা হয়।

চক্ষু চিকিৎসা ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক দুইবারের চেয়ারম্যান, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও জননেতা ফারুক আহমদ। তিনি ক্যাম্পে আগত রোগীদের খোঁজখবর নেন এবং এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

অনুষ্ঠানে দরগাপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছুফি মিয়া বলেন, “চক্ষু রোগে আক্রান্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সাধারণ মানুষ যেন বিনা খরচে চশমা, ওষুধ ও অপারেশন সুবিধা পায়—এই লক্ষ্যেই এই ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্পের আয়োজন করা হয়েছে।”

ক্যাম্প চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের সদস্য, জনপ্রতিনিধি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সার্বিক ব্যবস্থাপনায় সহযোগিতা প্রদান করে বি.এন.এস.বি চক্ষু হাসপাতাল, মৌলভীবাজার।

Share This Article

সর্বশেষ

পাঠকপ্রিয়