শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মরণে নড়াইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত
মো. নূরুন্নবী সামদানী, নড়াইল জেলা প্রতিনিধি || বিএমএফ টেলিভিশন
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান-এর স্মরণে নড়াইলে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১১ জুন) নড়াইলের কালিয়া ডাকবাংলো চত্বরে কালিয়া উপজেলা, পৌর বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিকাল ৩টার দিকে বৈরী আবহাওয়া বৃষ্টিকে উপেক্ষা করে স্বরণকালের সেরা এ দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও নড়াইল জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব বিশ্বাস জাহাঙ্গীর আলম।
প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মনিরুল ইসলাম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মাহবুব মোর্শেদ জাপল, নড়াইল সদর উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মুস্তাফিজুর রহমান আলেক, লোহাগড়া উপজেলা বিএনপির সভাপতি আহাদুজ্জামান বাটু প্রমুখ।
আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি শেখ সেলিম হোসেন।
অনুষ্ঠানটি পরিচালনা করেন কালিয়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক স.ম ওয়াহিদুজ্জামান মিলু।
সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মত্যাগকে শ্রদ্ধাভরে স্মরণ করেন। তাঁরা বলেন, শহীদ জিয়া ছিলেন জাতির এক মহানায়ক, যিনি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় আজীবন সংগ্রাম করে গেছেন।
অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালিত হয়।